New Bengali

একুশ শতকের সমাজে মূল্য আছে ব্যক্তিস্বাধীনতার? জবাব দিলেন শ্রীলেখা-লিলি-অমৃতা-কমলেশ্বর

শ্রীলেখা কি একটু একটু করে ছন্দে ফিরছেন? সদ্য উত্তরবঙ্গে একটি ছবির শুটিং শেষ করে ফিরলেন। আবার কাজ শুরু করবেন শীঘ্রই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৩
‘অনুমানের ভিত্তিতে’ ছবিতে লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র।

‘অনুমানের ভিত্তিতে’ ছবিতে লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র। ছবি: ফেসবুক।

অনুমানের ভিত্তিতে মানুষ অনেক কিছু করে। অনুমান অনেকের ক্ষেত্রে ইতিবাচক। আবার অনুমানের ভিত্তিতেই অনেক সম্পর্ক, অনেক কাজ নষ্ট হয়। অনুমানের ভিত্তিতে ছবি বানানো যায়?

Advertisement

শ্রীলেখা মিত্র যেমন একটি বিজ্ঞাপনী ছবির অডিশন দিতে গিয়ে অনুমান করেছিলেন, তিনিই নির্বাচিত হবেন। আনন্দবাজার ডট কম যোগাযোগ করতেই সে কথা জানান অভিনেত্রী-পরিচালিকা। বলেন, “আমির খানের সঙ্গে একটি ঠান্ডা পানীয়ের বিজ্ঞাপনে কাজ করব। সারা ভারত থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে। আমি কলকাতায় পরীক্ষা দিয়েছিলাম।” চিত্রনাট্য হাতে পেয়ে শ্রীলেখার মনে হয়েছিল, তিনিই আমিরের বিপরীতে নির্বাচিত হবেন। হয়েওছিল সেটাই।

অভিজ্ঞান মুখোপাধ্যায় আট বছর পরে বাংলায় ফের পরিচালনায় ফিরছেন। তাঁর আগামী ছবির নাম ‘অনুমানের ভিত্তি’তে। চারটি ছোট গল্প নিয়ে ‘অ্যান্থলজি’ বানাচ্ছেন তিনি। তার একটি গল্পের মুখ্য অভিনেত্রী শ্রীলেখা। এক বিধবা স্বাধীন ভাবে বাঁচতে চান। তাঁকে কি সমাজ নিজের মতো করে বাঁচতে দেবে? এ ভাবেই মানুষের স্বাধীনতা বা স্বাধীন ব্যক্তিত্ব আজকের সমাজে কতটা গ্রাহ্য, এই অনুমান ছবির মূল বিষয়, জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, “নানা বয়সের, নানা সম্পর্কের মানুষকে সামনে রেখে ছবি এগোবে। চারটি আলাদা গল্প হলেও প্রত্যেকটি গল্প পরস্পরের সঙ্গে যুক্ত।”

অমৃতা চট্টোপাধ্যায়।

অমৃতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।

ছবিতে শ্রীলেখা ছাড়াও রয়েছেন লিলি চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, অমৃতা চট্টোপাধ্যায়, সুব্রত গুহ রায়-সহ অনেকেই। অমৃতা এই ছবিতে নৃত্যশিল্পী। নিজের চরিত্র প্রসঙ্গে তিনি বলেছেন, “১০ বছর ভরতনাট্যম শিখেছি। আজ পর্যন্ত কোনও ছবিতে সেই গুণ কাজে লাগাতে পারিনি। এই ছবি সেই সুযোগ করে দিচ্ছে।” লিলির কথায়, “সমাজে ব্যক্তিস্বাধীনতা কবে গ্রাহ্য হবে? আদৌ গ্রাহ্য হবে কি? আমার চরিত্র প্রশ্ন তুলবে।” এখনও ছবির শুটিং শুরু হয়নি। তাই এর বেশি কিছু বলতে নারাজ বর্ষীয়ান অভিনেত্রী। পরিচালক জানিয়েছেন, ছবিতে একজন ‘ফুড ব্লগার’-এর চরিত্রে দেখা যাবে তাঁকে। একই ভাবে, এক পরিবারের কর্তা কমলেশ্বর। তিনি জানিয়েছেন, সন্তানের মনে ব্যক্তিস্বাধীনতার বীজ বুনে দেওয়াই তাঁর লক্ষ্য। ছবিতে সেটাই করতে দেখা যাবে তাঁকে।

সদ্য উত্তরবঙ্গে একটি ছবির শুটিং শেষ করে ফিরলেন। দিন কয়েকের বিশ্রাম নিয়ে ফের শুরু করবেন অভিজ্ঞানের ছবির কাজ। শ্রীলেখা কি একটু একটু করে ছন্দে ফিরছেন? প্রশ্নের জবাবে অভিনেত্রী বললেন, “ধারাবাহিকে অভিনয়ের ডাক এখনও পাই। কিন্তু চাকরি করার মতো রোজ অভিনয় করতে পারব না। আমার মতে, এতে শিল্পীসত্তা নষ্ট হয়।” শ্রীলেখা তাই বেছে কাজ করায় পক্ষপাতী। “অন্য ধরনের চরিত্রে কাজ করতে চাই। সিরিজ়ে সুযোগ পেলে আরও খুশি হব”, বক্তব্য অভিনেত্রীর।

Advertisement
আরও পড়ুন