Sunjay Kapur-Karishma Kapoor

১০ বছর আগে সঞ্জয়-করিশ্মার বিবাহবিচ্ছেদের নথিপত্র কেন দেখতে চান প্রিয়া? সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিনি

২০২৫-এর ১২ জুন মৃত্যু হয় সঞ্জয় কপূরের। তার পর থেকে তরজা তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬ ১৮:৩৪
সঞ্জয়-করিশ্মার বিচ্ছেদের নথি দেখতে চান প্রিয়া।

সঞ্জয়-করিশ্মার বিচ্ছেদের নথি দেখতে চান প্রিয়া। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মৃত্যুর পর থেকেই সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে চাপানউতর চলছে। দিল্লি হাই কোর্ট থেকে এ বার এই মামলা পৌঁছোল সুপ্রিম কোর্টে। ২০১৬ সালে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন সঞ্জয় ও করিশ্মা। বিচ্ছেদ সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখতে চেয়ে শীর্ষ আদালতের কাছে আবেদন করেছেন সঞ্জয়ের তৃতীয় স্ত্রী অর্থাৎ প্রিয়া কপূর।

Advertisement

২০২৫-এর ১২ জুন মৃত্যু হয় সঞ্জয় কপূরের। তার পর থেকে তরজা তাঁর ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে। করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ান দিল্লি হাই কোর্টের কাছে জানান, সঞ্জয়ের সম্পত্তির দলিল জাল করেছেন প্রিয়া এবং তাঁদের সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে। এ বার প্রিয়ার পদক্ষেপে ঘটনা নতুন মোড় নিল।

২০১৬ সালে সঞ্জয় ও করিশ্মার বিবাহবিচ্ছেদ সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখার আবেদন করেছেন প্রিয়া। বিচারপতি এএস চন্দুরকর বিষয়টি সম্পূর্ণ ভাবে শোনার পরে সিদ্ধান্ত নেবেন এই গোপনীয় নথিপত্রগুলি প্রিয়া কপূরকে শেষ পর্যন্ত দেওয়া হবে কি না।

বিবাহবিচ্ছেদের সময়ে সঞ্জয় ও করিশ্মার মধ্যে কী আর্থিক বোঝাপড়া হয়েছিল, সেগুলি খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেছেন প্রিয়া। সন্তানদের কাস্টডি নিয়েও কী অবস্থান নিয়েছিলেন তাঁরা, সেটিও দেখতে চান সঞ্জয়ের তৃতীয় স্ত্রী।

দিল্লি হাই কোর্টে সঞ্জয়ের সম্পত্তি সংক্রান্ত বেশ কিছু ‘ডিজিটাল রেকর্ড’ জমা দিয়েছিলেন প্রিয়া। কিন্তু করিশ্মার দুই সন্তান কিয়ান ও সামাইরার বক্তব্য, এই ‘ডিজিটাল রেকর্ড’গুলিতে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। একটি নথিতে প্রিয়া উল্লেখ করেছেন, ২০২৫ সালের ২১ মার্চ তিনি গুরুগ্রামে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁর ফোনের লোকেশন ট্র্যাক করে দেখা গিয়েছে সেই দিন তিনি নয়াদিল্লিতে উপস্থিত ছিলেন। এই বিশেষ দিনেই নাকি সঞ্জয়ের দলিলে সইসাবুদ পর্ব ছিল। এর পাশাপাশি ওই দলিল সম্পূর্ণ ভাবে জাল করেছেন বলে দাবি করেছেন করিশ্মার দুই সন্তান।

Advertisement
আরও পড়ুন