Punjab floods

গ্রাম দত্তক নিলেন দিলজিৎ, পঞ্জাবের বন্যাবিধ্বস্তদের পাশে এমি-সোনমও, সাহায্যের অনুরোধ অনুরাগীদের কাছেও

প্রবল বন্যায় ভাসছে পঞ্জাবের বিস্তীর্ণ অংশ। একাধিক গ্রাম জলের তলায়। প্রবল সমস্যার মুখে নাকাল সাধারণ মানুষ। সাহায্যের হাত বাড়ালেন তারকারা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৪
Punjab floods Diljit Dosanjh Ammy adopt villages Sonam supports relief groups

পঞ্জাবের বন্যাবিধ্বস্তদের পাশে তারকারা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বন্যায় বিধ্বস্ত পঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। সেখানে দুর্গত সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এলেন দিলজিৎ দোসাঞ্জ, এমি ভির্ক ও সোনম বাজওয়ার মতো কয়েক জন পঞ্জাবি তারকা গায়ক-অভিনেতা। একটানা প্রবল বৃষ্টির জেরে বন্যায় সে রাজ্যের একাধিক জায়গায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এই অবস্থায় গ্রাম দত্তক নিয়ে, ত্রাণশিবিরে সাহায্য করে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছেন ওই তারকারা।

Advertisement

বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রাম দত্তক নিলেন দিলজিৎ। খাবার, জল, প্রাথমিক চিকিৎসার মতো জরুরি পরিষেবার দিকেই জোর দিয়েছে তাঁর দল। অন্য দিকে, এমি ভির্ক বন্যাবিধ্বস্ত ২০০টি পরিবারের দায়িত্ব নেওয়ার কথা দিয়েছেন। পঞ্জাবের বাসিন্দাদের অবস্থা দেখে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সমাজমাধ্যমে পোস্ট করে এমি লেখেন, “যাঁরা সব কিছু হারিয়েছেন তাঁদের পাশে দাঁড়াতে, তাঁদের জীবনে স্বস্তি ও স্থিতি আনার প্রচেষ্টা হিসাবে আমরা ২০০টি পরিবারকে দত্তক নিচ্ছি। এটি শুধু আশ্রয়ের বিষয় নয়, এটি নতুন করে শুরু করার আশা, মর্যাদা ও শক্তি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।” এই দুর্ভোগে যে সমস্ত সংস্থা সক্রিয় ভাবে উদ্ধারকাজ চালাচ্ছে, বা ত্রাণের আয়োজন করছে, তাদের পাশে দাঁড়িয়েছেন সোনম বাজওয়া। অনুরাগীদের কাছেও আবেদন করেছেন, যাতে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেন।

প্রসঙ্গত, এই বন্যা পরিস্থিতির জেরেই এমি ও সোনমের আগামী ছবি ‘নিক্কা জ়ৈলদার ৪’-এর মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। ২১ অক্টোবর মুক্তি পাবে না এই ছবি। এ ছাড়া, ইতিমধ্যেই বন্যাকবলিত এলাকায় সাহায্যের আশ্বাস দিয়েছেন অভিনেতা সোনু সুদ। দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন গিপ্পী গ্রেওয়াল, হিমাংশী খুরানা, কর্ণ ঔজলার মতো তারকারাও।

Advertisement
আরও পড়ুন