Manpreet Singh Singga

গানে অশ্লীলতা, হুমকির মুখে বার বার বাড়ি বদলাতে হচ্ছে গায়ককে?

“পঞ্জাব পুলিশের কাছে আমার প্রশ্ন, আর কত বার আমাকে বাড়ি বদল করতে হবে, আমার পরিবারের সুরক্ষার্থে?” ইনস্টাগ্রামে লিখলেন মনপ্রীত সিং ওরফে সিংগা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ মার্চ ২০২৫ ১৬:০১
Image of Singga

হুমকি প্রসঙ্গে মুখ খুললেন পঞ্জাবি গায়ক সিংগা। ছবি: সংগৃহীত।

পঞ্জাবি গানের জগতে তাঁর সাফল্য চোখে পড়ার মতো। কিন্তু গান নিয়ে বিতর্কের জেরে আইনি জটে জড়াতে হয়েছে সঙ্গীতশিল্পীকে। তিনি মনপ্রীত সিংহ ওরফে সিংগা। কয়েকটি পঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন গায়ক। একাধিক বার হুমকি পেয়েছেন নিজের গানের জন্য। নিরাপত্তার খাতিরে বার বার বাড়ি বদল করতে বাধ্য হয়েছেন। এ বার তা নিয়ে সমাজমাধ্যমে প্রশ্ন তুললেন গায়ক।

Advertisement

ইনস্টাগ্রাম হ্যান্ডলে পঞ্জাবি ভাষায় তিনি লিখেছেন, “আশা করি সকলে ভাল আছেন। অনেক দিন ধরে নজরদারি চলছে আমার উপর। এই কারণে দু’তিন বার বাড়ি বদল করেছি আমি।” শুধু তাই নয়, পঞ্জাব পুলিশের উদ্দেশে প্রশ্ন ছুড়ে লিখেছেন, “পঞ্জাব পুলিশের কাছে আমার প্রশ্ন, আর কত বার আমাকে বাড়ি বদল করতে হবে, আমার পরিবারের সুরক্ষার্থে? কত বার হুমকি পেয়েছি আমি? কত বার আমার গাড়ি অনুসরণ করা হয়েছে?” গায়ক জানিয়েছেন, দোলের পর পরিস্থিতি সম্পর্কে বিশদে জানাবেন তিনি।

ঘটনার সূত্রপাত বছর দুয়েক আগে। ২০২২ সালে গায়কের একটি গান মুক্তি পায়, ‘স্টিল অ্যালাইভ’। পরের বছর অর্থাৎ ২০২৩ সালে এই গানের প্রেক্ষিতেই গায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ, এই গান জুড়ে অশ্লীলতা ও বন্দুকবাজ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে।

ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, ধারা ২৯৪ ও ১২০বি-এর আওতায় পাঁচ জনের নাম জানিয়েছিল কাপুরথালা পুলিশ। সেই পাঁচ জনের মধ্যে গায়কের নামও উল্লেখ করা হয় পুলিশের তরফে। ভীমরাও যুব ফোর্স দলের প্রধানের অভিযোগের ভিত্তিতে। তাঁর অভিযোগ, “গায়ক তাঁর গানে অস্ত্রের প্রচার করে যা পঞ্জাবি যুব সম্প্রদায়কে ভুল পথে প্ররোচিত করে।”

Advertisement
আরও পড়ুন