Babil Khan

‘ওকে কথা বলতে দেওয়াই উচিত নয়’, অ্যাংজ়াইটি অ্যাট্যাক হচ্ছে বাবিলের, কী জানালেন রাঘব?

বাবিলের পরিস্থিতি দেখে রাঘব বলেন, “এখন ওকে কথা বলতে দেওয়া উচিত নয়।”

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১৯:০৬
Babil khan

বাবিলকে নিয়ে কী বললেন রাঘব? ছবি: সংগৃহীত।

বলিউডের মতো খারাপ জায়গা আর কোথাও নেই। কাঁদতে কাঁদতে এমন মন্তব্য করেন বাবিল খান। অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদি, রাঘব জুয়াল, অর্জুন কপূর থেকে শুরু করে অরিজিৎ সিংহের নাম পর্যন্ত উল্লেখ করেন ইরফান-পুত্র। এই ভিডিয়ো পোস্ট করেই ইনস্টাগ্রাম থেকে বিদায় নেন তিনি। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা।

Advertisement

কিছু ক্ষণের মধ্যেই বাবিলের সহকারী দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করা হয়। সেই বিবৃতি সমাজমাধ্যমে ভাগ করে নেন বাবিলের মা সুতপা সিকদার। এ বার এই বিষয়ে মুখ খুললেন রাঘব জুয়াল। উল্লেখ্য রাঘবের নামও উল্লেখ করেছিলেন বাবিল।

এই ভিডিয়ো দেখে অভিনেতার মায়ের সঙ্গে কথা বলেন রাঘব। তিনি বলেছেন, “ওর মা, সুতপা ম্যামের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, ওর অ্যাংজ়াইটি অ্যাটাক হচ্ছে। ও এখন হায়দরাবাদে রয়েছে। কাল থেকে ওর শুটিং শুরু হওয়ার কথা ছিল।”

কিন্তু সেই শুটিং নাকি স্থগিত করেছেন বাবিল। রাঘব বলেন, “ও বাড়ি ফিরছে। ওর বিশ্রামের দরকার। ওকে বুঝতে হবে, আমরা সকলে ওর পাশে আছি। বাবিল সিদ্ধান্ত চতুর্বেদির নামও উল্লেখ করেছে। সিদ্ধান্তও আমাকে ফোন করেছিল। ও বলল, ‘বাবিল বলতে চেয়েছে এরা আমার পাশে থেকেছে, বাকিরা আমার সঙ্গে রূঢ় আচরণ করেছে। কিন্তু মানুষ উল্টো বুঝছে’।”

বাবিলের পরিস্থিতি দেখে রাঘব আরও বলেন, “এখন ওকে কথা বলতে দেওয়া উচিত নয়। আমরা সবাই বাবিলের সঙ্গে আছি। কিন্তু লড়াইটা ওর একার। ওকে বাস্তবে ফিরতে হবে। ওর পরিবারের ঐতিহ্য ওকে বহন করতে হবে। কিন্তু পরম্পরার ভারে যেন ও চাপা না পড়ে যায়!”

Advertisement
আরও পড়ুন