Subhashree Ganguly

শুভশ্রীর আড়ম্বরহীন জন্মদিন, ঝাড়খণ্ডের দুমকায় ছেলে আর স্বামীকে নিয়ে কী ভাবে দিনটি উদ্‌যাপন করলেন অভিনেত্রী?

কিছু দিন হল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ওয়েটিং রুম’-এর শুটিং শুরু করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেই সূত্রেই এখন রয়েছেন ঝাড়খণ্ডে। সেখানেই নিজের জন্মদিন পালন করলেন নায়িকা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ ২০:৫৭
ঝাড়খণ্ডে শুভশ্রীর জন্মদিন উদ্‌যাপনের বিশেষ মুহূর্ত।

ঝাড়খণ্ডে শুভশ্রীর জন্মদিন উদ্‌যাপনের বিশেষ মুহূর্ত। ছবি: সংগৃহীত।

মাকে পেলে তারা বাবাকেও চেনে না। গল্পের ছলে এ কথাই বলেছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কিছু দিন যেতে না যেতেই সেই ঝলক পাওয়া গেল। ৩ নভেম্বর, জন্মদিনে ঝাড়খণ্ডে শুটিংয়ে ব্যস্ত শুভশ্রী। কিন্তু এমন দিনে মায়ের কাছে না গেলে কি চলে? বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে শুটিং সেটেই মায়ের জন্মদিন পালন করল ছোট্ট ইউভান।

Advertisement

নায়িকার জন্মদিনের সকালে স্বামী রাজ আনন্দবাজার ডট কমকে জানিয়েছিলেন, ছেলেকে নিয়ে ইতিমধ্যেই স্ত্রীর শুটিংয়ে পৌঁছে গিয়েছেন তিনি। আর সবটাই হয়েছে ছেলের কথামতো। কিন্তু মেয়ে ইয়ালিনিকে নিয়ে যেতে পারেননি। ও খুবই ছোট। ট্রেনে করে নিয়ে যেতে সমস্যা হবে, তাই।

কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন ছবি ‘ওয়েটিং রুম’-এর সেট পড়েছে ঝাড়খণ্ডের দুমকায়। সেখানেই শুটিংয়ের ফাঁকে স্বামী এবং ছেলেকে দু’পাশে নিয়ে কেক কাটলেন শুভশ্রী। সেই ভিডিয়ো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন রাজ। নায়িকার পরনে গোলাপি রঙের টি-শার্ট আর জিন্‌স। মুখে মেকআপের লেশমাত্র নেই। বোঝাই যাচ্ছে শুটিংশেষে হোটেলের ঘরে বসে জন্মদিন পালন করছেন নায়িকা। হাসিমুখে কেক কাটলেন। ইউভান আর রাজ জন্মদিনের গান গাইলেন গলা ছেড়ে। রাজ লিখেছেন, “শুভ জন্মদিন আমার ভালবাসা।” তা হলে কি এই বছর নায়িকার জন্মদিনের বিশেষ কোনও উদ্‌যাপন হবে না? এই উত্তর জানতে আগ্রহী তাঁর অনুরাগীরা।

Advertisement
আরও পড়ুন