Rakhi Sawant Slams Abhinav Kashyap

‘মর্ত্যের দেবতা’ সলমনকে সমর্থন, অভিনব কাশ্যপকে ‘চটি খুলে মারা’র হুমকি দিলেন রাখি

গত কয়েক মাস ধরেই সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে চলেছেন অভিনব। সলমনের পক্ষে এ বার কী বললেন রাখি?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৫ ১২:০৪
সলমনের পাশে দাঁড়িয়ে অভিনবের বিরুদ্ধে সুর চড়ালেন রাখি। ছবি: সংগৃহীত।

সলমনের পাশে দাঁড়িয়ে অভিনবের বিরুদ্ধে সুর চড়ালেন রাখি। ছবি: সংগৃহীত।

কয়েক মাস ধরেই শিরোনামে রয়েছেন ‘দবং’ পরিচালক অভিনব কাশ্যপ। সলমন খানের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন তিনি। এনেছেন একাধিক অভিযোগ। এ বার সলমনের পাশে দাঁড়ালেন রাখি সাওয়ন্ত। অভিনবকে ‘মিথ্যাবাদী’ বলে কোন হুমকি দিলেন তিনি?

Advertisement

সম্প্রতি, এক সাক্ষাৎকারে সলমনের পক্ষে সুর চড়ালেন রাখি। তাঁর কথায়, “মর্ত্যের দেবতা উনি (সলমন)। আমার জন্য অনেক করেছেন, কাজ পাইয়ে দিয়েছেন। বাজার পড়ে গিয়েছিল আমার, সেই সময় কাজ দিয়েছিলেন, ‘বিগ বস্’-এ এনেছিলেন, আমার মায়ের ক্যানসারের চিকিৎসায় সাহায্য করেছিলেন।”

গত কয়েক মাস ধরেই সলমন ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক কুমন্তব্য করে চলেছেন অভিনব। রাখি সেই প্রসঙ্গ টেনে বলেন, “একটা লোক ক’দিন ধরে সলমনের বিরুদ্ধে প্রচুর বাজে কথা বলছে। যেখানেই তাকে দেখতে পাব, চটি খুলে পেটাব। ‘দবং’ ছবিতে কেউ তো ওকে পরিচালক হিসাবে নিয়েছিল। জানি না, আমি তো নামও নিতে চাই না। ওই টেকো লোকটার নাম নিয়ে আমার মুখ খারাপ করতে চাই না।” রাখির দাবি, শুটিং সেটে নাকি ‘মহিলাদের সঙ্গে অভব্য আচরণ’ও করতেন অভিনব। তাঁর আরও দাবি, সলমনের কোনও শত্রু হয়তো অভিনবকে টাকার বিনিময়ে এ সব কুৎসা রটানোর ইন্ধন দিচ্ছে।

এখানেই শেষ নয়। রাখির স্পষ্ট বক্তব্য, অভিনব মিথ্যা কথা বলছেন। রাখির কথায়, “এখন মিডিয়ার সামনে খারাপ কথা বলছে, সলমনের পরিবার টেনে কথা বলছে। মিথ্যা কথা বলছে।” ক্ষুব্ধ রাখি এর পর বলে ওঠেন, কোনও দিন যদি অভিনবের সঙ্গে দেখা হয়ে যায়, তা হলে ‘১০টা ডিম ছুঁড়ে’ মারবেন তাঁকে।

Advertisement
আরও পড়ুন