Ranveer Allahbadia

হাতে লাদেনের ছবি, পাকিস্তানি ভাইবোনেদের উদ্দেশে করা পোস্ট কেন মুছলেন? সাফাই দিলেন রণবীর

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। সম্প্রতি পাকিস্তানি ভাইবোনেদের উদ্দেশে একটি পোস্ট করেছিলেন রণবীর। কিন্তু তার পরেই সেই পোস্ট মুছে দেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৭:৩১
Ranveer Allahbadia Reveals Why He Deleted His \\\\\\\'Pakistani Brothers & Sisters\\\\\\\' Post

ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে বিতর্কে রণবীর ইলাহবাদিয়া। ছবি: সংগৃহীত।

বিতর্কের পর বিতর্ক। রণবীর ইলাহবাদিয়াকে নিয়ে আলোচনা তুঙ্গে। ‘ইন্ডিয়াজ় গট ল্যাটেন্ট’-এ আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তার পর সম্প্রতি ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে মন্তব্য করেও সমস্যায় পড়েন তিনি। পহেলগাঁও কাণ্ডের পর দুই দেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত। এই অবস্থায় পাকিস্তানের মানুষের কাছে ক্ষমা চেয়ে একটি পোস্ট করেন রণবীর। কিন্তু তা নিয়ে বিতর্ক হওয়ায় পোস্টটি মুছে দেন তিনি। এ বার নিজের পক্ষে সাফাই দিলেন রণবীর।

Advertisement

সম্প্রতি ভারত-পাকিস্তান পরিস্থিতি নিয়ে একটি টক শো-এ যোগ দিয়েছিলেন রণবীর। সেই যুক্তি-তর্কের মঞ্চকেই তিনি সাফাই দেওয়ার সঠিক স্থান বলে মনে করেন। রণবীর বলেন, “আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে পাকিস্তান তা ভঙ্গ করে। আমার হাতে যে ছবি রয়েছে সেটা সবাই দেখতে পাচ্ছেন আশা করি। কুখ্যাত জঙ্গি ওসামা বিন লাদেনকে পাওয়া গিয়েছিল পাকিস্তানের সেনা ঘাঁটি থেকে ৮০০ মিটার দূরে। এর থেকেই বোঝা যায় আমাদের প্রতিবেশী দেশ জঙ্গি তৈরির ঘাঁটি।”

কিন্তু এর আগে তো পাকিস্তানের নিরপরাধ ভাইবোনেদের প্রতি সংহতি জানিয়েছিলেন রণবীর। সমাজমাধ্যমের সেই পোস্ট কেন মুছে দিলেন রণবীর? এর উত্তরে তিনি বলেন, “যুদ্ধবিরতি ঘোষণার পরেও যখন পাকিস্তান আক্রমণ করে, তখন আমার মনে হয় এই দেশকে কোনও ভাবেই বিশ্বাস বা ভরসা করা যাবে না।”

আগের সেই পোস্টে রণবীর লেখেন, “পাকিস্তানি ভাই ও বোনেরা, আমি এই পোস্টের জন্য বহু ভারতীয়ের ঘৃণার শিকার হব। কিন্তু এই কথাটা বলা গুরুত্বপূর্ণ। বহু ভারতীয়ের মতোই আমার মনেও আপনাদের জন্য কোনও ঘৃণা নেই। আমরা অনেকেই শুধু শান্তি চাই। পাকিস্তানিদের সঙ্গে যখনই দেখা হয়, তখনই তাঁরা সাদরে আমাদের স্বাগত জানান।” ভারতে হামলাকারী জঙ্গিরা বেশির ভাগই পাকিস্তানের মানুষ দাবি করেছেন রণবীর। তার তথ্যপ্রমাণও তুলে ধরেছেন তিনি। কিন্তু তার পরেও এই পোস্টের জন্য কটাক্ষের শিকার হতে থাকেন তিনি। অবশেষে সেই পোস্ট মুছে দেন রণবীর।

Advertisement
আরও পড়ুন