Dhurandhar

২০ বছরের ছোট নায়িকার সঙ্গে ‘প্রেম’ নিয়ে কটাক্ষ! রণবীর কেন সারাকে বললেন, ‘আমাকে কাঁদাবি তুই?’

রণবীরের জন্য কী ভাবে তিনি স্বচ্ছন্দ হয়েছেন, সে কথা বার বার বলেছেন সারা। সবচেয়ে কঠিন দিনগুলিতে রণবীর তাঁর কাছে ‘দেবদূত’-এর মতো হয়ে উঠেছিলেন, জানান অভিনেত্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১১:৫৬
রণবীরের ভূয়সী প্রশংসায় সারা!

রণবীরের ভূয়সী প্রশংসায় সারা! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেম করেছেন রণবীর সিংহ। তার জন্য কটাক্ষের মুখেও প়ড়েছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। এ বার রণবীর স্পষ্ট করে দিলেন, তাঁর নায়িকার জয়েই তিনি জয়ী।

Advertisement

৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। ছবিতে ৪০ বছরের রণবীরের বিপরীতে অভিনয় করেছেন ২০ বছর বয়সি সারা অর্জুন। ছবি বক্সঅফিসে বেশ সাড়া ফেলেছে। তাই একটি আবেগঘন পোস্ট করেছেন সারা। বিশেষত রণবীরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। অভিনেতাকে ‘সুপারহিউম্যান’ আখ্যাও দিয়েছেন তিনি। সারা লিখেছেন, “প্রিয় রণবীর, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, তাও চেষ্টা করছি। লোকে বলে, একজন সত্যিকারের অভিনেতা অতিমানবের মতো হয়— নির্ভীক, সীমাহীন ও শক্তিশালী। তুমিও ঠিক তাই। দুনিয়া তোমার দক্ষতা দেখছে। কিন্তু তোমার আন্তরিক ও সহানুভূতিশীল দিকটা প্রতিদিন দেখার সৌভাগ্য আমার হয়েছিল।”

রণবীরের জন্য কী ভাবে তিনি স্বচ্ছন্দ হয়েছেন, সে কথা বার বার বলেছেন সারা। সবচেয়ে কঠিন দিনগুলিতে রণবীর তাঁর কাছে ‘দেবদূত’-এর মতো হয়ে উঠেছিলেন। মনের কথা উজাড় করে সারা লিখেছেন, “অন্যদের খুশিতেও তুমি আনন্দ করতে জানো। আমার বিশেষ দিনও তুমি উদ্‌যাপন করেছ, যা আমার কাছে আরও বিশেষ হয়ে উঠেছে। আমার সঙ্গে তুমি যে আচরণ করেছ, তা আমি সব সময় মনে রাখব। তুমি আমার সঙ্গে ছিলে এবং কিছু চাওয়ার আগেই আমার খেয়াল রেখেছিলে। কাজের বাইরেও তুমি আমার পাশে ছিলে। তোমাকে দেখে বুঝলাম, সাফল্য ও আন্তরিকতা হাতে হাত রেখে চলতে পারে।”

আজীবন রণবীরই তাঁর প্রিয় সহ-অভিনেতা হয়ে থাকবেন, এমন প্রতিজ্ঞাও করেছেন সারা। অভিনেত্রী মজা করে লিখেছেন, “মেরে শের! সবাই তোমাকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন। তোমার জন্য আমি গর্বিত।” রণবীরকে নিয়ে এই দীর্ঘ পোস্ট করেছেন সারা, যেখানে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা নিজেও।

রণবীর রসিকতা করেই লেখেন, “আরে পাগলি, এ বার কি আমাকে কাঁদাবি নাকি? এই মুহূর্তটা উপভোগ কর। এই দুনিয়া এখন তোর। তোকে কেউ থামাতে পারবে না। তোকে অনেক আশীর্বাদ করি। তুই জয়ী হয়েছিস মানে, আমিও জয়ী হয়েছি।”

Advertisement
আরও পড়ুন