Ranveer Singh

রণবীর কপূরের কারণে সিংহকে ছেঁটে ফেলতে চাইছেন সঞ্জয়! রাগে কী করলেন দীপিকার স্বামী?

‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য রণবীর সিংহকে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব দেন তাতেই নাকি বেজায় চটেছেন দীপিকার স্বামী। পাল্টা প্রতিশোধ নিলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১২:৪২
দুই রণবীরের মাঝে শাঁখের করাত সঞ্জয় লীলা ভন্সালী!

দুই রণবীরের মাঝে শাঁখের করাত সঞ্জয় লীলা ভন্সালী! ছবি: সংগৃহীত।

রণবীর সিংহকে নাকি ‘বাজিরাও মস্তানি’ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন পরিচালক! বলিউডের একটি সূত্র এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে। ঠিক কী কারণে রণবীরের উপর এতটা চটেছিলেন সঞ্জয় লীলা ভন্সালী? সূত্রের দাবি, ‘বাজিরাও মস্তানি’-র বেশ কিছু দৃশ্যে রণবীরের অভিনয়ে কিছুতেই সন্তুষ্ট হচ্ছিলেন না পরিচালক। বার বার তিনি কী চাইছেন তা বুঝিয়েও নাকি ফল হচ্ছিল না। তাই রণবীরের উপর বেজায় চটেছিলেন তিনি।

Advertisement

আসল কথা হল, পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী বরাবরই খুব খুঁতখুঁতে। ছবির চিত্রনাট্য বা অভিনয়, তা সে পার্শ্ব চরিত্রই হোক না কেন, নিখুঁত না হলে কারও ছাড় নেই।

তবে হ্যাঁ, রণবীরও এত সহজে হাল ছাড়ার পাত্র নন। কঠোর পরিশ্রম, পরিচালকের প্রতি অনুগত্য এবং নিজের অসাধারণ অভিনয় শৈলী দিয়ে মন জয় করে নেন সঞ্জয়ের। রণবীরের কেরিয়ারে মোড় ঘোরানোর ক্ষেত্রে অবদান রয়েছে সঞ্জয়ের। ‘রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’-এর মতো ছবি দিয়েছেন রণবীরকে। স্বাভাবিক ভাবে পরিচালকের উপর একটা বাড়তি আস্থা ছিল। কিন্তু আমকচাই যেন দীপিকার স্বামীকে দূরে ঠেলে দিয়ে কাছে টেনে নেন আলিয়ার স্বামী রণবীর কপূরকে।

সঞ্জয়ের পরবর্তী ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবিতে রয়েছেন রণবীর। তাতেই নাকি অসন্তুষ্ট আর এক রণবীর।

‘পদ্মাবত’-এর পর থেকেই রণবীর সিংহের সঙ্গে সম্পর্কের অবনতি হয় সঞ্জয়। এখন তো পরিস্থিতি এমন যে অভিনেতার ৪০ তম জন্মদিনেও নিমন্ত্রণ পেলেন না পরিচালক। ‘লভ অ্যান্ড ওয়ার’ ছবির জন্য রণবীর সিংহকে দ্বিতীয় মুখ্য চরিত্রের প্রস্তাব দিয়েছিলেন তিনি। তাতেই নাকি বেজায় চটেছেন দীপিকার স্বামী। এর মধ্যেই শোনা যাচ্ছিল ‘বইজু বাওয়ারা’ ছবি থেকেও নাকি রণবীর সিংহকে ছেঁটে ফেলার চিন্তভাবনা শুরু করেছেন সঞ্জয়। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু নির্দিষ্ট তথ্য মেলেনি।

Advertisement
আরও পড়ুন