Rashmika-Vijay

বিজয়ের সঙ্গে বাগ্‌দানে সিলমোহর পড়তেই সন্তান-পরিকল্পনার কথা জানালেন রশ্মিকা মন্দানা!

৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন রশ্মিকা-বিজয়। খুব শীঘ্রই নাকি চারহাত এক হবে। তার আগেই সন্তান নিয়ে পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ২০:৫৬
(বাঁ দিকে) বিজয় দেবরকোণ্ডা  (ডান দিকে) রশ্মিকা মন্দানা।

(বাঁ দিকে) বিজয় দেবরকোণ্ডা (ডান দিকে) রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।

গোপনে বাগ্‌দান সেরেছেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। সম্প্রতি দীপাবলিও নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছেন তাঁরা। এমনই খবর বিনোদনজগতে। এর মাঝেই সন্তান পরিকল্পনার কথা জানালেন রশ্মিকা!

Advertisement

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে রয়েছেন রশ্মিকা ও বিজয়। কিন্তু তার পরেও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। তবে গুঞ্জন, গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া অনুষ্ঠানে আংটিবদল সেরেছেন তাঁরা। খুব শীঘ্রই নাকি চারহাত এক হবে। শোনা যাচ্ছে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন তাঁরা। সম্প্রতি অভিনেত্রী জানান তিনি মা হতে চান। রশ্মিকা নাকি তাঁর ভবিষ্যৎ সন্তানদের কথা ভাবেন, বিষয়টি অনুভব করতে পারেন।

রশ্মিকার কথায়, ‘‘আমি মা না হলেও আমি যেন আমার অনাগত সন্তানদের অনুভব করতে পারি। আমার যে সন্তান জন্ম নেয়নি, মনে হয় তাদের জন্য সব করতে পারি। একেবারে সুরক্ষিত রাখতে চাই তাদের। আমাকে যদিও ওদের জন্য যুদ্ধে যেতে হয়, আমি তাই করব।’’ রশ্মিকা আরও জানান, ত্রিশ বছর পর্যন্ত চুটিয়ে কাজ করতে চান। তার পর চল্লিশ অবধি কাজ ও পরিবারকে সমান ভাবে সময় দিতে চান। তিনি সম্প্রতি দীপিকা পাড়ুকোনের আট ঘণ্টা কাজ করার সমর্থনও জানিয়েছেন। তবে কি পরবর্তীকালে দীপিকার দেখানো পথেই হাঁটবেন রশ্মিকা!

Advertisement
আরও পড়ুন