Rashmika Mandanna

বিজয়ের সঙ্গেই সমুদ্রসৈকতে রশ্মিকা! সম্পর্কে সিলমোহর পড়তেই এ বার প্রশ্ন, ‘বিয়েটা কবে?’

প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল, কার সঙ্গে ভিন্‌দেশে জন্মদিন পালন করছেন রশ্মিকা? সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিজয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৪:০১
Rashmika Mandanna spent her birthday vacation with rumoured boyfriend Vijay Deverakonda

রশ্মিকা ও বিজয়ের সম্পর্কে সিলমোহর! ছবি: সংগৃহীত।

বহু দিন ধরেই জল্পনা, প্রেম করছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। অবশেষে সেই জল্পনায় সিলমোহর দিলেন তারকা জুটি। পর পর সফল ছবি রয়েছে তাঁর ভাঁড়ারে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সিকন্দর’। আর তার ঠিক পরেই জন্মদিন পালন করতে ওমান উড়ে গিয়েছিলেন নায়িকা। প্রথম থেকেই অনুরাগীদের প্রশ্ন ছিল, কার সঙ্গে ভিন্‌দেশে জন্মদিন পালন করছেন রশ্মিকা? সেই প্রশ্নের উত্তর নিজেই দিয়ে দিলেন বিজয়।

Advertisement

ওমানে বেড়াতে গিয়ে সমুদ্রসৈকত থেকে ছবি ভাগ করে নিয়েছেন রশ্মিকা। তাঁর পরনে কালো রঙের ট্যাংক টপ। প্রসাধনহীন রশ্মিকার মুখ ছুঁয়ে গিয়েছে সমুদ্র বেয়ে ওঠা সূর্যের আলো। অনুরাগীরা আবার মুগ্ধ হয়েছেন তাঁকে দেখে। কিন্তু কার সঙ্গে বেড়াতে গিয়ে তাঁর মুখে এমন লাবণ্য? তিনি আর কেউ নন। চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডা। একই সমুদ্রসৈকত থেকে কিছু ছবি ভাগ করে নিয়েছেন তিনিও। তাঁর পরনে সাদা রঙের ঢিলেঢালা শার্ট ও প্যান্ট। মুখ ভর্তি দাড়ি। ছোট করে কাটা চুল। একেবারে অন্য বেশে দেখা গিয়েছে অভিনেতাকে। এতেই স্পষ্ট হয়ে গিয়েছে, জীবনের বিশেষ দিনটা প্রেমিকের সঙ্গেই ভাগ করে নিয়েছেন রশ্মিকা। অনুরাগীদের চোখে ধরা পড়েছে রশ্মিকা-বিজয়ের ছবির বেশ কিছু খুঁটিনাটি। তাই এ বার প্রশ্ন, অন্যতম চর্চিত জুটি বিয়ের পিঁড়িতে কবে বসছেন?

রশ্মিকা এই মুহূর্তে সাফল্য উপভোগ করছেন। ‘পুষ্পা ২’, ‘ছাওয়া’, ‘সিকন্দর’ —প্রতিটি ছবিতেই নজর কেড়েছেন অভিনেত্রী। আগামী দিনেও তাঁর হাতে রয়েছে ‘দ্য গার্লফ্রেন্ড’, ‘থামা’, ‘কুবেরা’র মতো ছবি। অন্য দিকে বিজয়ের ছবি ‘কিংডম’ মুক্তি পাচ্ছে আগামী ৩০ মে।

Advertisement
আরও পড়ুন