Rekha

‘ঠিক যেন জয়া বচ্চন’! রেখার আচরণের সঙ্গে মিল পাওয়া গেল অমিতাভ-পত্নীর? কী বলছেন অনুরাগীরা?

রেখা ও জয়ার সম্পর্কের চোরাস্রোত নিয়ে কম গুঞ্জন নেই বলিপাড়ায়। এ বার রেখাকে সরাসরি জয়ার সঙ্গে তুলনা করা হল!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:৫৭
Rekha acted like jaya bachchan fans noticed her in mumbai airport

জয়ার সঙ্গে কি রেখার মিল রয়েছে? ছবি: সংগৃহীত।

১৯৭৩ থেকে ২০২৫ সাল— দাম্পত্যজীবনের লম্বা ইনিংস অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের। যদিও তাঁদের সম্পর্কের মাঝে বার বার উঠে এসেছে রেখার নাম। একসময় প্রথম সারির এই দুই নায়ক-নায়িকার প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিউড। এই ত্রিকোণ সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি। এ বার রেখাকে সরাসরি জয়ার সঙ্গে তুলনা করা হল!

Advertisement

রেখা নাকি একেবারে জয়ার পথ অনুসরণ করছেন। বিমানবন্দরে হোক কিংবা সিনেমার বিশেষ প্রদর্শনী অনুষ্ঠান, ক্যামেরা দেখলেই জয়াকে মেজাজ হারাতে দেখা যায় প্রায়ই। ছবি তোলা নিয়ে ক্ষোভ রয়েছে তাঁর। কখনও ছবিশিকারিদের ধমক দিয়েছেন, কখনও আবার তাঁদের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। এ বার জয়ার মতো একই আচরণ করলেন রেখাও!

এমনিতে ছবিশিকারিদের জন্য ভালই পোজ় দিয়ে ছবি তোলেন রেখা। সম্প্রতি মুম্বই বিমানবন্দর থেকে বেরোচ্ছিলেন তিনি। চোখে রোদচশমা, কপালে সিঁদুর, শাড়ি নয়, বরং প্যান্ট-শার্ট পরেছিলেন অভিনেত্রী। রূপটানও তেমন কিছু ছিল না। অভিনেত্রীকে এতটা কাছ থেকে দেখে এক অনুরাগী ছবি তুলতে যেতেই বিরক্ত রেখা। অনুরাগী ছবি তুলতে এগিয়ে আসতেই মুখ ফিরিয়ে সটান হেঁটে বেরিয়ে যান রেখা। নিমেষে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। নেটাগরিকদের একটা অংশ সরাসরি জয়ার সঙ্গে তুলনা করেছেন রেখার। কেউ কেউ আবার ওই অনুরাগীর জন্য দুঃখ প্রকাশ করেছেন, যিনি ঘণ্টার পর ঘণ্টার রেখার সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন