Imran Khan

ইমরান খানকে নিয়ে জল্পনা, একদা রেখার সঙ্গে বিয়ে হওয়ার কথা পাকা হয়েও কেন ভেস্তে যায়?

রেখা ও ইমরান খানের ‘সম্পর্ক’ নিয়ে এখনও মজে নেটপাড়া। তাঁদের নাকি বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কী কারণে ভেস্তে গেল সেই বিয়ে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১০:৫৯
(বাঁ দিকে) রেখা এবং (ডান দিকে) ইমরান খান।

(বাঁ দিকে) রেখা এবং (ডান দিকে) ইমরান খান। ছবি: সংগৃহীত।

বৃহস্পতিবার হঠাৎই শোনা যায়, পাকিস্তানের জেলে বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই খবর। পাকিস্তানের আদিয়ালা জেলে তিন বছর ধরে বন্দি ইমরান। সেই জেল কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে ইমরানের স্বাস্থ্য সংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেটার হিসেবেই ইমরানের জনপ্রিয়তা বেশি ভারতে। শোনা যায়, ভারতের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। যদিও রেখা ও তাঁর ‘সম্পর্ক’ নিয়ে এখনও মজে নেটপাড়া। তাঁদের নাকি বিয়েও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কী কারণে ভেস্তে গেল সেই বিয়ে?

Advertisement

এককালে বলিপাড়ায় মুনমুন সেনের সঙ্গেও ইমরান খানের ‘প্রেমের সম্পর্ক’ নিয়ে কম গুঞ্জন হয়নি। সে সময়ে অনেকেই বলতেন, মুনমুনকে দারুণ পছন্দ ইমরানের। যদিও এ নিয়ে দু’জনে প্রকাশ্যে কিছু বলেননি। ১৯৮০ সালে রেখার প্রেমে পড়েন ইমরান। স্টার নামে একটি সংবাদপত্রের শিরোনাম ছিল, ‘রেখাকে বিয়ে করছেন ইমরান?’ একে ‘নিখুঁত ইয়র্কার’-এর তকমাও দিয়েছিল স্টার। ওই সংবাদপত্রের প্রতিবেদনে আরও দাবি, ১৯৮৫ সালের এপ্রিলের প্রায় গোটা সময়টা মুম্বইয়ে (তৎকালীন বম্বে) কাটিয়েছিলেন ইমরান। তাঁর সঙ্গী ছিলেন নাকি রেখা। তাঁদের কখনও সমুদ্রের ধারে, ব্যক্তিগত পার্টিতে বা নৈশক্লাবের মতো নানা জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। দু’জনে যে প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তা তাঁদের ঘনিষ্ঠতা দেখে অনেকে অনুমান করেছিলেন।

শোনা যায়, রেখার মা পুষ্পাবলীরও আপত্তি ছিল না এই সম্পর্কে। ইমরানই যে তাঁর মেয়ের সেরা সঙ্গী হতে পারেন, তেমনই নাকি মনে করতেন পুষ্পাবলী। কিন্তু শেষমেশ কিন্তু সেই সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি। শোনা যায়, দিল্লিতে রেখার মা এক জ্যোতিষীর কাছে যান। তখনই নাকি বাধা পড়ে বিয়েতে। যদিও এই প্রসঙ্গে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি রেখা। তবে ইমরান এক সাক্ষাৎকারে জানান, অভিনেত্রীরা তাঁর জীবনে এসেছেন, চলে গিয়েছেন, তাঁদের সঙ্গে সংসার পাতার কথা মাথাতেও আনতে চান না।

Advertisement
আরও পড়ুন