Dhurandhar

‘ধুরন্ধর’-এর জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন রণবীর! সঞ্জয়, অর্জুনরা কত টাকা পাচ্ছেন?

অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবনকেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে। ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ২০:৩১
রণবীর, সঞ্জয় ও অর্জুন কত পারিশ্রমিক পাচ্ছেন?

রণবীর, সঞ্জয় ও অর্জুন কত পারিশ্রমিক পাচ্ছেন? ছবি: সংগৃহীত।

মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’ ছবির মূল ঝলক। আদিত্য ধর পরিচালিত এই ছবির ঝলক দেখে শিউরে উঠছে দর্শক। রক্তাক্ত দৃশ্যগুলি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আলাউদ্দিন খিলজির চরিত্রে রণবীর ভয় ধরিয়েছিলেন ঠিকই। কিন্তু তাঁর অনুরাগীদের মত, এই ছবিতে অভিনেতা যেন আরও ভয়ঙ্কর। অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, আর মাধবনকেও একেবারে অন্য রূপে দেখা গিয়েছে। ছবিতে কে কত পারিশ্রমিক নিয়েছেন?

Advertisement

২৮০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি। লম্বা চুল, রক্তচক্ষু ও ধূসর পোশাক। এই বেশে দেখা গিয়েছে রণবীর সিংহকে। তিনি এই চরিত্রের জন্য অভিনয়ের জন্য প্রায় ৫০ কোটি টাকার কাছাকাছি পারিশ্রমিক পাচ্ছেন।

আর মাধবনকে দেখা গিয়েছে ভারতের গোয়েন্দা বিভাগের আধিকারিকের চরিত্রে। তিনি ৯ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা যাচ্ছে।

এক সাহসী চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় দত্ত। ঝলক দেখে দর্শকের অনুমান তাঁর চরিত্রটিও ভয় ধরাবে। সঞ্জয় এই চরিত্রটির জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন। নিষ্ঠুর চরিত্রে দেখা যাচ্ছে অক্ষয় খন্নাকেও। তিনি নিচ্ছেন ২.৫ কোটি টাকা। পাকিস্তানি আইএসআই আধিকারিকের চরিত্রে রয়েছেন অর্জুন রামপাল। ঝলকের প্রথম দৃশ্যে তাঁকে দেখে আঁতকে উঠছেন দর্শক। তিনি এই চরিত্রের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে শোনা যাচ্ছে।

রণবীরের বিপরীতে অভিনয় করছেন সারা অর্জুন। একসময় শিশুশিল্পী হিসাবে অভিনয় করতেন তিনি। বয়সে রণবীরের চেয়ে ২০ বছরের ছোট। কিন্তু তাঁর অভিনয়ে মুগ্ধ রণবীর নিজেও। তিনিও ১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।

আগামী ৫ ডিসেম্বর এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Advertisement
আরও পড়ুন