Rhea Chakraborty

সিবিআই স্বস্তি দিয়েছে, সুশান্তের দিদির বিরুদ্ধে মামলা করতে গিয়ে আদালত থেকে নোটিস পেলেন রিয়া!

সিবিআইয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর রিয়ার উপর থেকে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। এ বার ফের রিয়ার বিরুদ্ধে নোটিস জারি করল আদালত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ১৭:২৫
সুশান্ত সিংহ রাজপুত মামলায় আইনি ঝামেলায় রিয়া।

সুশান্ত সিংহ রাজপুত মামলায় আইনি ঝামেলায় রিয়া। ছবি: সংগৃহীত।

চলতি বছর সুশান্ত সিংহ রাজপুত মামলায় সিবিআই তার চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। সেখানেই জানানো হয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাদকযোগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন অভিনেত্রী তথা সুশান্তের প্রাক্তন প্রেমিকা। ২৭ দিন কারাবাসে ছিলেন তিনি। তার পরে তিনি জামিন পান। যদিও আদালতের নির্দেশে একটা বাধা ছিল, রিয়া যা-ই করুন না কেন, বিদেশে যেতে পারবেন না রিয়া। কিন্তু সিবিআইয়ের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার পর রিয়ার উপর থেকে উঠে যায় সেই নিষেধাজ্ঞা। এ বার ফের রিয়ার বিরুদ্ধে নোটিস জারি করল আদালত।

Advertisement

এই নোটিসটি আইনি প্রক্রিয়ার অংশ, যা অভিযোগকারীকে তদন্তকারী সংস্থার মামলা বন্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ দেয়। অভিনেতার মৃত্যুর পর তাঁর দুই বোন প্রিয়াঙ্কা সিংহ এবং মিতু সিং-এর পাশাপাশি চিকিৎসক তরুণ নাথু রামের বিরুদ্ধে অভিযোগ জানান রিয়া। অভিনেত্রীর অভিযোগ, সুশান্তকে তাঁরা চিকিৎসকের তদারকি ছাড়াই ওষুধ সংগ্রহে সহায়তা করতেন।

রিয়া চক্রবর্তী দাবি করেছেন, সুশান্ত বাইপোলার ডিজ়অর্ডারে ভুগছিলেন। অভিনেতার দিদিরা প্রায়শই তাঁর ওষুধ বন্ধ করে দিতেন। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, অভিনেতার বোন সুশান্তের মানসিক অবস্থা জানা সত্ত্বেও টেক্সট মেসেজের মাধ্যমে তার জন্য ওষুধের ব্যবস্থা করতেন। কিছু সময় নাকি প্রেসক্রিপশন জালও করতেন সুশান্তের দুই দিদি।

Advertisement
আরও পড়ুন