Dhurandhar

‘গুপ্তচরের পরনে ‘বিকিনি’ থাকবে নাকি?’ রণবীরের ‘ধুরন্ধর’ ছবির প্রশংসায় সমালোচিত দীপিকা!

রণবীর সিংহ অভিনীতি গুপ্তচর ঘরানার ছবি ‘ধুরন্ধর’-এর প্রশংসা করতে গিয়ে দীপিকাকে টেনে আনলেন সুরকার রিকী কেজ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১৭:৩৯
(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান দিকে)দীপিকা পাড়ুকোন।

(বাঁ দিকে) রণবীর সিংহ, (ডান দিকে)দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

বক্সঅফিসে মাত্র এক সপ্তাহেই ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। যদিও ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। অনেকেই এই ছবিকে ‘একপেশে, প্রচারসর্বস্ব’ বলেছেন। কেউ কেউ এই ছবির মধ্যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার অভিসন্ধি খুঁজেছেন। এ বার রণবীর সিংহ অভিনীতি গুপ্তচর ঘরানার এই ছবির প্রশংসা করতে গিয়ে দীপিকা পাড়ুকোনকে টেনে আনলেন সুরকার রিকী কেজ।

Advertisement

পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টারদের মধ্যে একসময়ের অন্তর্দ্বন্দ্ব দেখানো হয়েছে ছবিতে। পাশাপাশি পাকিস্তান ও ভারতের মধ্যে চাপানউতরের প্রসঙ্গও এসেছে। এই ছবিকে কেউ কেউ বলেছিলেন ‘পাকিস্তান-বিরোধী’। যদিও পাকিস্তানের এক চিত্র সমালোচক তথা নেটপ্রভাবী জানান, ‘ধুরন্ধর’ মোটেই পাকিস্তান-বিরোধী নয়। সমাজমাধ্যমে ‘ব্রেকিংব্যাড’ নামে পাকিস্তানের সেই নেটপ্রভাবী লেখেন, “এই ছবি অবশ্যই দেখা উচিত। এত ভাল অভিনয় কী করে করলেন সকলে, আমি বুঝতে পারছি না। এত ভাল ছবি সচরাচর দেখা যায় না। সকলে এই ছবি দেখুন।” ভারতে হৃতিক রোশন থেকে স্মৃতি ইরানি, ভিকি কৌশল প্রমুখেরা এই ছবির প্রশংসা করেছেন। এ বার একই সুর গ্র্যামিজয়ী সুরকার রিকীর কণ্ঠে। তিনি জানান, ‘‘এত দিনে ভারতে উচ্চমানের একটি গুপ্তচরধর্মী ছবি তৈরি হয়েছে। যাঁরা সমালোচনা করছেন, আমি নিশ্চিত ছবিটা না দেখেই নিন্দা করছেন। লোকে কি আশা করেছিলেন, অন্যান্য ছবির মতো এই ছবিতেও পাকিস্তানি গুপ্তচর বিকিনি পরে নাচবেন!’’

বলাই বাহুল্য, রণবীরের প্রশংসা যেমন করেছেন, তেমনই শেষ অংশে নাম না করেই দীপিকাকে কটাক্ষ করেছেন রিকী। ‘পাঠান’ ছবির ‘বেশরম রং’ গানটিতে দীপিকাকে বিকিনি পরতে দেখা গিয়েছে। সেই পোশাক নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল সেই সময়েও। প্রসঙ্গত, গুপ্তচরধর্মী ছবি রণবীরের কর্মজীবনে এই প্রথম। আর প্রথম বারেই ছক্কা হাঁকিয়েছেন তিনি। স্বামীর অনেক আগেই এই ধরনের ছবিতে করছেন দীপিকা। কিন্তু, তার জন্য প্রথম থেকেই সমালোচনাই জুটেছে দীপিকার ভাগ্যে।

Advertisement
আরও পড়ুন