Rab Reiner Murder Case Update

মা-বাবাকে খুনের সন্দেহে গ্রেফতার নিক! মৃত্যুর আগে পুত্রের সঙ্গে ঝগড়া হয়েছিল রব-মিশেলের?

কেন মা-বাবাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে? একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুর আগের দিনই এক পার্টিতে নাকি মা-বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল নিকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৭
নির রাইনার খুন করেছেন রব রাইনারকে?

নির রাইনার খুন করেছেন রব রাইনারকে? ছবি: সংগৃহীত।

রবিবার স্থানীয় সময় দুপুর সাড়ে তিনটে নাগাদ তাঁদের লস অ্যাঞ্জেলেসের বাড়ি থেকে রব রাইনার ও তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। খবর, তাঁদের কুপিয়ে খুনের সন্দেহে পুলিশ জামিনঅযোগ্য ধারায় গ্রেফতার করেছে পুত্র নিক রাইনারকে!

Advertisement

কেন মা-বাবাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে ছেলের বিরুদ্ধে? একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত্যুর আগের দিনই এক পার্টিতে নাকি মা-বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল নিকের। নামপ্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী প্রশাসনকে জানিয়েছেন, তিনি ওই পারিবারিক কলহের সাক্ষী। তবে তিনি এ বিষয়ে রাইনার পরিবারের সঙ্গে কোনও কথা বলেননি। ফলে, ঝগড়ার কারণ তাঁর জানা নেই।

সেই কারণেই কি সন্দেহের বশে গ্রেফতার করা হল নিককে? আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, শুরু থেকেই নিক ছিলেন সন্দেহের তালিকায়। আপাতত তাঁকে লস অ্যাঞ্জেলেসের স্থানীয় পুলিশ নিজেদের হেফাজতে রেখেছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ে মঙ্গলবার মামলাটি তোলা হবে। কর্তৃপক্ষের দেওয়া সময়সূচি অনুসারে, বাদী-বিবাদী পক্ষের আইনজীবীরা বুধবার পর্যন্ত অভিযোগ দায়ের করার সময় পেতে পারেন।

প্রসঙ্গত, রব ও মিশেলের ৩২ বছরের পুত্রও নব্য পরিচালক। শোনা যায়, নিউ জার্সি, টেক্সাসে গৃহহীন হয়ে নাকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছিলেন নিক। ছোট থেকেই তিনি মাদকাসক্ত, ভবঘুরে জীবনযাপন করতেন। রবের ছবি ‘বিইং চার্লি’-তে সহযোগী লেখক হিসাবে কাজ করেছিলেন তিনি। ছবিতে মাদকাসক্তি ও গৃহহীন হওয়ার কথাও রয়েছে। ২০১৫ সালে এক সাক্ষাৎকারে নিক বলেছিলেন, “আমি যখন বাইরে বাইরে ঘুরে বেড়াতাম, আমার মৃত্যু পর্যন্ত হতে পারত। ভাগ্যের জোরে আমি বেঁচে গিয়েছি। তবে আমি উন্মাদ ও অসাধারণ কিছু মানুষের সান্নিধ্য পেয়েছি। কিন্তু এখন আমি পরিবারের সঙ্গে রয়েছি। একটা সময়ে অন্ধকার পরিস্থিতির মধ্যে কাটিয়েছি আমি।”

পুলিশের তরফ থেকে এখনও নিককে নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। পরিবারের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “দুঃখের সঙ্গে মিশেল ও বব রাইনারের মৃত্যুর কথা জানাচ্ছি। আকস্মিক ঘটনায় আমাদের মন ভেঙে গিয়েছে। এই কঠিন অবস্থায় আমরা কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি সকলের থেকে।”

Advertisement
আরও পড়ুন