Kareena Kapoor Khan

পুরুষ অভিনেতার সঙ্গে কাজ করবেন করিনা, মেনে নিতে পারতেন না সইফ? মুখ খুললেন নায়ক

শাহিদ কপূরের সঙ্গে প্রেম ভাঙার পরে সইফের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। যদিও সেই সময়ে করিনাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন তিনি, স্বীকার করে নিলেন নিজেই।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ১৫:৪৩
(বাঁ দিকে) করিনা কপূর, (ডান দিকে) সইফ আলি খান।

(বাঁ দিকে) করিনা কপূর, (ডান দিকে) সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

২০১২ সালে করিনা কপূরকে বিয়ে করেন সইফ আলি খান। সইফের থেকে করিনা প্রায় ১০ বছরের ছোট। ২০০৮ সালে ‘টশন’ ছবির শুটিং চলাকালীন করিনাকে প্রেমপ্রস্তাব দেন সইফ। শাহিদ কপূরের সঙ্গে প্রেম ভাঙার পরে সইফের সঙ্গে সম্পর্কে জড়ান করিনা। কিন্তু, সেই সময়ে নাকি করিনাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন সইফ! স্বীকার করে নিলেন নিজেই।

Advertisement

সম্পর্কের শুরুর দিকে করিনাকে বুঝে উঠতে সময় লেগে যায় সইফের। তখন নাকি নায়িকাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতেন অভিনেতা। সইফের কথায়, ‘‘সম্পর্কের শুরুর দিকটা আবেগের পরিমাণ এত বেশি থাকে, যে বাস্তব ঠিক বোঝা যায় না। আর আমি খুব সহজ মানুষ নই। আমি নিজে এমন মহিলাদের সঙ্গে ঘোরাফেরা করতাম, যাঁদের সঙ্গে সিনেমার কোনও সম্পর্ক নেই। করিনা যখন আমার জীবনে এল, আমি ওর সহ-অভিনেতাদের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করি।’’

তবে সময়ের সঙ্গে মজবুত হয়েছে তারকাদম্পতির সম্পর্ক। বর্তমানে করিনাই সইফের জীবনের সবটা ঘিরে রয়েছেন। সইফ বলেন, ‘‘করিনাই আমাদের বাড়িটা সুন্দর করে রেখেছে। করিনা যেমন অসাধারণ মা, তেমন অসাধারণ স্ত্রী। ওর মতো ভাল মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। ও ক্যামেরার সামনে যতটা সৃজনশীল, সংসারের ক্ষেত্রেও ততটাই সৃজনশীল।’’

Advertisement
আরও পড়ুন