প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ছবি: সংগৃহীত।
বেশ কয়েক বছর হল বড়পর্দা থেকে মুখ ফিরিয়েছেন অনুষ্কা শর্মা। বিয়ের পরে কিছু কাজ করলেও মা হওয়ার পর থেকে আর কোনও ছবিতে দেখা য়ায়নি তাঁকে। এমনকি এখন ভারত ছেড়ে লন্ডনে থাকছেন বিরাট কোহলি ও অনুষ্কা। মাঝেমধ্যে ভারতে আসেন। মেসির ভারত সফর উপলক্ষে নাকি মুম্বইয়ে রয়েছেন বিরাট। দেশে ফিরেছেন অনুষ্কাও। ফিরেই চলে গেলেন প্রেমানন্দ মহারাজের আশ্রমে।
নায়িকাসুলভ রূপটান নয়। একেবারে সাদামাঠা পোশাক। গলায় তুলসীর মালা, কপালে তিলক, হাতে জপের মালা। প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়ে অনুষ্কা বলেন, ‘‘আমরা দু’জনে আপনাকে স্মরণ করছি। আপনার কাছে নিজেদের সমর্পণ করছি।’’ তাতেই প্রেমানন্দ মহারাজ বলেন, ‘‘আসলে আমরা সকলেই শ্রীজির সন্তান। আমাদের মাথার উপরে যে আকাশ রয়েছে, সেই মস্ত ছাতার তলায় আমরা রয়েছি। সকলকে রাধানাম জপে যেতে হবে।’’
প্রেমানন্দ মহারাজের দেখানো পথেই হাঁটছেন অনুষ্কা-বিরাট। কোনও পার্টি নয়, অনুষ্কা ও বিরাটকে আজকাল প্রায়ই দেখা যায়, হয় কোনও মন্দিরে পুজো দিচ্ছেন, নয়তো নামসংকীর্তন শুনছেন। তা হলে কি ধর্মের পথেই ব্রতী হয়ে নিজেকে সব কিছু থেকেই আড়াল করে নিতে চাইছেন অনুষ্কা! ভবিষ্যতে কি আর কখনও সিনেমায় দেখা যাবে না তাঁকে?