Drug Dealer

মালদহ, নদিয়া থেকে একই দিনে প্রায় ১০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত পুলিশের, নেপথ্যে বড় চক্র?

উত্তর-পূর্ব ভারত থেকে মাদকদ্রব্য পলাশিপাড়া থানা হয়ে উত্তর ও পশ্চিম ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২২:৩২

— প্রতীকী চিত্র।

একদিনে দুই জেলা থেকে ১০ কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ। সোমবার মালদহে ৫ কোটি টাকার ব্রাউন সুগার-সহ পাঁচ জনকে পুলিশ গ্রেফতার করে। নদিয়ার পলাশিপাড়া থেকে পাঁচ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। একদিনে ১০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় শোরগোল পড়েছে। দুই জেলায় ধৃত মাদক পাচারকারীরা একই চক্রের সদস্য কি না, খতিয়ে দেখছে পুলিশ। উত্তর-পূর্ব ভারত থেকে মাদকদ্রব্য, গুলি পলাশিপাড়া থানা হয়ে উত্তর ও পশ্চিম ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে সূত্রের খবর।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালায় কালীগঞ্জ থানার পুলিশ। অভিযান চালিয়ে কালীগঞ্জের পলাশি পাঁচখেলা এলাকা থেকে প্রায় ৫ কেজি ৬৪ গ্রাম হেরোইন-সহ দু’জনকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। পাচারের জন্য এই হেরোইন পাঁচখেলা এলাকায় নিয়ে আসা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মীরা পুলিশ ফাঁড়ির পুলিশ একটি স্করপিও গাড়িকে ধাওয়া করে পাঁচখেলা এলাকায় ধরে ফেলে।

গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন। পাশাপাশি, ১১ হাজার ৬৪০ টাকা নগদ, একটি স্করপিয়ো গাড়ি ও তিনটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে ধৃতদের নাম ও পরিচয় প্রকাশ করেনি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি (ডিএনটি) দেবাশিস চট্টরাজ, কালীগঞ্জ জয়েন্ট বিডিও-সহ কালীগঞ্জ থানার পুলিশ।

Advertisement
আরও পড়ুন