Dhurandhar Box Office

‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’! এ বার কি ‘জওয়ান’ ও ‘অ্যানিম্যাল’কেও টেক্কা দেবে রণবীরের ছবি?

ভারতের বক্সঅফিসে ‘দঙ্গল’ মোট ৩৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই নজির দ্বাদশ দিনেই ভেঙে দিল ‘ধুরন্ধর’।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩:৪৩
‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’।

‘দঙ্গল’কে ছাপিয়ে গেল ‘ধুরন্ধর’। ছবি: সংগৃহীত।

একের পর এক নজির গড়ছে আদিত্য ধরের ‘ধুরন্ধর’। ছবি মুক্তির আগে সেই ভাবে প্রচার করা হয়নি। কিন্তু বক্সঅফিসে আলোড়ন ফেলে দিয়েছে এই ছবি। মুক্তির দ্বাদশ দিনে এসে ফের এক নতুন নজির গড়ল এই ছবি। ‘পুষ্পা ২’ ও ‘ছাওয়া’ ছবির রেকর্ড আগেই পার করেছিল। এ বার আমির খানের ‘দঙ্গল’ ছবির নজিরও ভেঙে দিল এই ছবি।

Advertisement

ভারতের বক্সঅফিসে ‘দঙ্গল’ মোট ৩৮৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই নজির দ্বাদশ দিনেই ভেঙে দিল ‘ধুরন্ধর’। মঙ্গলবারের হিসাব বলছে, দেশে ৪০০ কোটি টাকার বেশি সংগ্রহ করে ফেলেছে এই ছবি। শুধু ‘দঙ্গল’ নয়, রণবীর কপূর অভিনীত ‘সঞ্জু’ ছবির রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। এই ছবি দেশের বক্সঅফিসে ৩৪২ কোটি টাকার ব্যবসা করেছিল।

বলিউডের এই দুই ছবিই বক্সঅফিসজয়ীদের মধ্যে অন্যতম। সেই দুই ছবির নজির ভেঙে ফেলল ‘ধুরন্ধর’। তবে এখনও আদিত্য ধরের ছবির থেকে এগিয়ে রয়েছে ‘জওয়ান’, ‘স্ত্রী ২’, ‘অ্যানিম্যাল’, ‘পাঠান’, ‘গদর ২’। এদের মধ্যে ভারতে ‘জওয়ান’ মোট ৬৪৩.৮৭ কোটি টাকা ও ‘স্ত্রী ২’ ৬২৭কোটি টাকার ব্যবসা করেছে। তার পরে ‘অ্যানিম্যাল’, ‘পাঠান’ ও ‘গদর ২’-এর দেশে বক্সঅফিস সংগ্রহ যথাক্রমে ৫৫৬.৩৬, ৫৪৩.০৫ এবং ৫২৫.৪৫ কোটি টাকা। ‘ধুরন্ধর’-এর অনুরাগীদের অনুমান, এই নজিরও ভেঙে দিতে পারে রণবীর সিংহের ছবি।

এই ছবি নিয়ে বিতর্কও লেগে রয়েছে। অনেকেই এই ছবিকে ‘প্রোপাগান্ডা’ বলেও দাবি করেছেন। ছবিতে হিংসার অতিরিক্ত প্রদর্শন নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তবে তার প্রভাব পড়েনি বক্সঅফিসে। এই ছবির মাধ্যমে নিজের আরও দুই ছবি ‘সিম্বা’ ও ‘পদ্মাবত’-এর নজির ভেঙেছেন রণবীর।

Advertisement
আরও পড়ুন