(বাঁ দিকে) ক্যাটরিনা কইফ, (ডান দিকে) ভিকি কৌশল। ছবি: সংগৃহীত।
গত ৭ নভেম্বর ভূমিষ্ঠ হয় ক্যাটরিনা কইফ ও ভিকি কৌশলের পুত্রসন্তান। মা হওয়ার পর প্রকাশ্যে আসেননি অভিনেত্রী। কিন্তু, চতুর্থ বিবাহবার্ষিকীর দিনে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেন ভিকি। নজরে পড়ে অভিনেত্রীর চেহারায় বদল। নায়িকাসুলভ জেল্লা চোখে পড়ে না তেমন। ওজনও হয়তো খানিক বৃদ্ধি পেয়েছে। তবে ছেলেকে কেমন দেখতে হয়েছে? এ বার তা ফাঁস করলেন ভিকি!
সম্প্রতি মুম্বইয়ে একটি অনুষ্ঠানে যান ভিকি। সেখানে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভট্ট। মাসখানেক আগে ভিকির সঙ্গে ‘লভ অ্যান্ড ওয়র’ ছবির শুটিং শেষ করেছেন অভিনেত্রী। তাই সহ-অভিনেতাকে দেখামাত্র জড়িয়ে ধরেন। অনুষ্ঠানে পাশাপাশি বসেন তাঁরা। সেই অনুষ্ঠানের ফাঁকেই ফোন বার করতে দেখা যায় ভিকিকে। ফোন থেকেই অভিনেত্রীকে কিছু একটা দেখান তিনি।
এমন এক মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। অনুরাগীদের অনুমান, তখনই আলিয়াকে ছেলের ছবি দেখাচ্ছিলেন ভিকি। কারণ, সেই সময়ে নানা ধরনের আদুরে মুখভঙ্গি করতে দেখা যায় আলিয়াকে। যেন পারলে তখনই আদর করে বসবেন!
পুত্রসন্তান হওয়ার খবর প্রকাশ্যে আনলেও ছেলের নাম বা মুখ প্রকাশ করেননি ভিকি-ক্যাট। তবে খুব শীঘ্রই ছেলের নাম ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন ভিকি। আর ছেলের ছবি কবে প্রকাশ্যে আনবেন? সেই নিয়ে রয়েছে জল্পনা।