মুম্বই ছেড়ে কাতারে গেলেন সইফ? ছবি: সংগৃহীত।
বলিউড থেকে বেশ কিছুটা দূরে শান্তি খুঁজে পেলেন সইফ আলি খান। সাধারণত নিজের পড়াশোনা ও গানবাজনার জগতে সময় কাটাতে ভালবাসেন তিনি। তেমনই একটি আস্তানা তিনি কিনেছেন কাতারের দোহায়। সেই বাড়ির অন্দরসজ্জাতেও রয়েছে চমক।
জমিবাড়ি সংক্রান্ত সম্পত্তিতে বারবার সইফের নাম উঠে আসে। তাঁর সম্পত্তির মধ্যে রয়েছে নামজাদা পটৌডী প্যালেস এবং বিলাসবহুল বান্দ্রা আবাসন। তা হলে কেন দোহায় নতুন বাড়িতে গিয়ে উঠলেন সইফ? অভিনেতার কথায়, “এই বাড়ি খুবই শান্তিপূর্ণ। বিলাসবহুল তো বটেই। সেই সঙ্গে যথেষ্ট গোপনীয়তাও বজায় থাকে।”
মুম্বইয়ের জীবন ব্যস্ততায় ভরা। রাস্তায় পা রাখলেই ছবিশিকারিদের ভিড়। সেই সব এড়াতে এই বাড়িতে চলে আসেন তিনি। তাঁর বক্তব্য, “আসলে এই বাড়ি বেশ নিরিবিলি এলাকায়। শান্তিতে বসে চিন্তা করা যায় এবং ব্যস্ত জীবনের থেকে সহজেই ছুটি মেলে।”
সইফ তাঁর বাড়ির অন্দরমহল ঘুরে দেখান। ভিডিয়োয় দেখা যায়, বাড়ির সদর দরজা খুলে ভিতরে নিয়ে যান সইফ। বিরাট ব্যালকনি দেখান। সেখানে রাখা কয়েকটি আরামকেদারা। সেখান বসে সইফ দেখেন দিগন্তের সূর্যাস্ত। সামনেই রয়েছে বিরাট সুইমিং পুল।
এর পরেই সইফ জানান, কাতার কেন তাঁর পছন্দ। অভিনেতার কথায়, “কাতারের আতিথেয়তা ও আপ্যায়ন আমার সবচেয়ে ভাল লাগে।” এর পরেই শয়নকক্ষে নিয়ে যান সইফ। হালকা রঙের দেওয়াল, স্বচ্ছ পর্দায় ঘেরা সেই ঘর ঘুরে দেখান তিনি। বিছানার পাশেই রাখা একটি ছোট্ট টেবিল এবং হালকা আলোর ল্যাম্প। পাশে রাখা একটি ছোট সোফা ও টেবিল। জানলার ধারে বই পড়ার জন্য সেই সোফা আদর্শ। জানান সইফ।
এই বহুতলের নীচেই রয়েছে জিম। রোজ সকাল সকাল উঠে সেখানে শরীরচর্চা করতে যান অভিনেতা।