Saif Ali Khan

রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সইফ, বাড়িতে ঢোকা দুষ্কৃতীর হাতে কী এমন ছিল? খোলসা করলেন অভিনেতা

চুরি করতে এসে বাধা পেয়ে প্রায় ছ’বার ছুরি দিয়ে সইফকে কোপায় ওই দুষ্কৃতী। আর কী হয়েছিল সেই রাতে?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:৫৭
সইফ আলি খান।

সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

বছরের শুরুতেই অভিনেতা সইফ আলি খানের বাড়িতে দুষ্কৃতীহামলা হয়। তারকার বাড়ির ঘেরাটোপ পেরিয়ে এই আক্রমণ হওয়ায় নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। অভিনেতার শিরদাঁড়ার পাশে ছুরি ঢুকে যায়। প্রায় আড়াই ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়। যদিও অনেকেই এই ঘটনার সঙ্গে বড়পর্দার মিল পেয়েছেন। সেই রাতে অভিনেতার বাড়িতে কী কী অস্ত্র নিয়ে ঢোকে ওই দুষ্কৃতী? এত দিনে জানালেন সইফ।

Advertisement

হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত। তার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়ে বার বার প্রশ্ন ওঠে। এত বড় তারকার বাড়িতে নেই সিসিটিভির নজরদারি? বাড়ির পিছনের দরজা ছিল খোলা। যার ফলে অনায়াসে পিছনের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে আসে দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে প্রায় ছ’বার ছুরি দিয়ে অভিনেতাকে কোপায় ওই দুষ্কৃতী।

সম্প্রতি কাজল ও টুইঙ্কল খন্না সঞ্চালিত অনুষ্ঠানে এসে সইফ বলেন, ‘‘হঠাৎ দেখি, ওই দুষ্কৃতী জেহ্‌-র খাটের পাশে ছুরি হাতে দাঁড়িয়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ি। শুরু হয় ধস্তাধস্তি। একটা নয়, দুটো ছুরি নিয়ে ঘরে ঢুকেছিল। এলোপাথাড়ি ছুরির আঘাত করতে থাকে। তাতেই ক্ষতবিক্ষত হয়ে লুটিয়ে পড়ি মেঝেতে।’’ এমন সময় বাবাকে দেখে তৈমুর জিজ্ঞেস করে বসে, ‘‘বাবা, তুমি মরে যাবে?’’ হার মানার পাত্র নয় সইফ। ছেলেকে কথা দেন, তিনি ফিরে আসবেন।

Advertisement
আরও পড়ুন