Aneet Padda

প্রথম ছবির সাফল্যেই কি মাথা ঘুরে গেল! ‘সইয়ারা’ ছবির নায়িকার কোন ব্যবহার হতবাক করে দিল?

বলিউডের দুই নতুন মুখকে অহান ও অনীতকে নিয়ে আশাবাদী অনেকে। বাজি ধরেছেন কেউ কেউ— তাঁরা ‘লম্বা দৌড়ের ঘোড়া’। কিন্তু অনীতের কাণ্ড দেখে সমালোচনা নেটপাড়ায়!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৬:৪২
কী করলেন ‘সইয়ারা’ ছবির নায়িকা

কী করলেন ‘সইয়ারা’ ছবির নায়িকা ছবি: সংগৃহীত।

বলিউডে নাকি বড় তারকা ছাড়া ছবি হিট করানো যায় না! ধারণাই ছিল এমনই। তা ছাড়া গত কয়েক বছর ধরে বলিউডে তারকা সন্তানদের একাধিপত্য চলেছে। সে জন্য নিরন্তর বলিউডের নির্মাতাদের সমালোচনার মুখেও পড়তে হয়েছে। কিন্তু এ সবের মাঝে ‘সাইরা’ যেন দমকা হাওয়া। মুক্তির আগে ছবি নিয়ে ছিল না তেমন কোনও প্রচার। মুখ্য চরিত্রে দুই নবাগত। একজন অহান পাণ্ডে অন্য জন অনীত পড্ডা। প্রথম ছবিতে বক্স অফিসে ঝড় তুলেছেন তাঁরা। রীতিমতো চর্চা চলছে অনীত ও অহানকে নিয়ে। বলিউডের এই দুই নতুন মুখকে নিয়ে আশাবাদী অনেকে। বাজি ধরেছেন কেউ কেউ— তাঁরা ‘লম্বা দৌড়ের ঘোড়া’। কিন্তু অনীতের কাণ্ড দেখে সমালোচনা নেটপাড়ায়!

Advertisement

সম্প্রতি একটি স্যাঁলোর বাইরে দেখা য়ায় ‘সইয়ারা’ অনীতকে। কেশ সজ্জা করে বেরাচ্ছেন। সেই সময় তাঁর ছবি তুলতে শুরু করেন ছবিশিকারিরা। স্যাঁলোর বাইরে কিছু অনুরাগী ছবি তুলতে গেলে হাত সরিয়ে দেন অনীত, মুখ ঢেকে নেন মাস্কে। তার পরই ছুটে চলে যান গাড়ির দিকে। অভিনেত্রীর এমন ব্যবহারে সমালোচনার ঝড় উঠেছে। কেউ বলেছেন, ‘‘এখনই এত অহংঙ্কার! পরে কী হবে?’’ আবার কেউ কেউ তাঁর পক্ষ নিয়েছে। তাঁদের মতে এতটা প্রচারে থাকতে হয়তো অভ্যস্ত নন, তাই ঘাবড়ে গিয়েছেন।

সদ্য পথ চলা শুরু করেছেন অনীত। ‘সইয়ারা’র আগে মাত্র একটি ওটিটি সিরিজ়ে অভিনয় করেছেন মাত্র। সামনে দীর্ঘ পথ আগামী দিনে নিজেকে কী ভাবে তুলে ধরেন সেটাই দেখার!

Advertisement
আরও পড়ুন