Dev subhashree

‘ও আমার পরিশ্রমটা দেখতে পেয়েছে…’ এত বছর পর দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রী

প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। ছবির প্রচারে এখনও অবধি একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সম্প্রতি কিছু মন্তব্য করেন দেব। এ বার দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৫:৩১
দেবকে উত্তর শুভশ্রীর।

দেবকে উত্তর শুভশ্রীর। ছবি: সংগৃহীত।

রুপোলি পর্দার অন্যতম চর্চিত জুটি দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একটা সময় এই জুটি একের পর এক হিট দিয়েছে বাংলা সিনেমাকে। পর্দার রসায়নের আঁচ এসে পড়ে তাঁদের ব্যক্তিগত জীবনেও। সেখান থেকে তাঁদের প্রেম, বিচ্ছেদ সবটাই দেখেছেন দর্শক। কিন্তু তার পরেও যেন কোথাও একটা সুতোয় বাঁধায় ছিলেন তাঁরা। ‘ধূমকেতু’ দেব-শুভশ্রী জুটির অভিনীত এখনও পর্যন্ত শেষ ছবি। প্রায় ৯ বছর পর মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির প্রচারে এখনও অবধি একসঙ্গে দেখা যায়নি তাঁদের। তবে প্রাক্তন প্রেমিকাকে নিয়ে সম্প্রতি কিছু মন্তব্য করেন দেব। এ বার দেবের প্রশংসায় পাল্টা জবাব দিলেন শুভশ্রী।

Advertisement

তাঁদের প্রেম ভেঙেছে বহু বছর হল। দুই ছেলেমেয়ে ও স্বামী নিয়ে ভরপুর সংসারী এখন অভিনত্রী। দেবও নিজের মতো গুছিয়ে নিয়েছেন জীবন। অভিনেতা হওয়ার পাশপাশি সাংসদের গুরুদায়িত্ব তাঁর কাঁধে। মাঝে এতগুলো বছর কেটে গিয়েছে। কোনও যোগাযোগ ছিল না তাঁদের। তবু এত বছর পর ছবির কারণে এক হতে হল তাঁদের। শুভশ্রী প্রসঙ্গে দেব বলেছেন, ‘‘আমার ওর সঙ্গে কী কথা থাকতে পারে! পাশপাশি দাঁড়ালে কী বলব জানি না। আমি ওর কাছ থেকে কী-ই বা নেব, যা আমার কাছে নেই। আমি ওকে কী-ই বা দেব যা ওর কাছে নেই। একটা মেয়ে হয়ে সংসার সন্তান ও কেরিয়ার যে ভাবে সামাল দিচ্ছে তা প্রশংসনীয়, খুব সোজা কাজ নয়।’’

স্বাভাবিক ভাবেই দেবের এমন প্রশংসার পরে শুভশ্রীর কাছে প্রশ্ন আসে, দেবের কথার কী প্রতিক্রিয়া দেবেন তিনি? আনন্দবাজার ডট কমকে শুভশ্রী বলেন, ‘‘ও আমাকে নিয়ে কিছু বলেছে বলে আমাকেও বলতে হবে এমনটা নয়। তবে এত বছর পর ছবিটা মুক্তি পাচ্ছে, এটাই বড় বিষয়। যদিও আমি দেবকে ধন্যবাদ জানাব আমার এই পরিশ্রমটা ওর চোখে পড়েছে, প্রশংসা করেছে। আমিও বলছি, দেবও খুব ভাল কাজ করছে।’’

Advertisement
আরও পড়ুন