Aneet Padda Landed on Scam Websites

মাত্র ১৭ বছর বয়সেই ভুয়ো ওয়েবসাইটের পাল্লায় পড়েন ‘সইয়ারা’ খ্যাত অনীত, কী ঘটে তাঁর সঙ্গে?

বাণিজ্যসফল ‘সইয়ারা’ ছবির নায়িকা অনীত পড্ডা এখন তারকা। কিন্তু, এই পর্যন্ত সফর খুব মসৃণ ছিল কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে কী জানালেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১০:৪২
কী ঘটেছিল অনীত পড্ডার সঙ্গে? ছবি: সংগৃহীত।

কী ঘটেছিল অনীত পড্ডার সঙ্গে? ছবি: সংগৃহীত।

চলতি বছরেই মুক্তি পেয়েছে ‘সইয়ারা’। অহান পাণ্ডে তো বটেই, বাণিজ্যসফল এই ছবির নায়িকা অনীত পড্ডাও রাতারাতি তারকা। কিন্তু, এই পর্যন্ত সফর খুব মসৃণ ছিল কি? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মাত্র ১৭ বছর বয়সেই ভুয়ো ওয়েবসাইটের পাল্লায় পড়েছিলেন। কী ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে?

Advertisement

এমনিতেই শোনা যায়, সিনেদুনিয়ার সন্তান না হলে বলিউডে নিজের স্থান তৈরি করা বেশ কঠিন। বলিউডের তথাকথিত ‘বহিরাগত’দের হন্যে হয়ে কাজ খুঁজতে হয়। এমন পরিস্থিতির শিকার হয়েছিলেন অনীতও। কাজের প্রয়োজন, যেখানে যেখানে সুযোগ আছে বলে মনে করেছিলেন, সর্বত্র চেষ্টা করতে থাকেন। বয়স তখন মাত্র ১৭। কাজ পাওয়ার তাড়নায় না বুঝেই একাধিক ভুয়ো ওয়েবসাইটের পাল্লায় পড়েন। অডিশনে ডাকার লোভ দেখানো হয়, কিন্তু বার বার ইমেল পাঠিয়েও লাভ হয়নি। প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নাকি ইমেল করেছিলেন অভিনেত্রী।

মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করেন অনীত। ভেবেছিলেন অভিনেত্রী হবেন। কিন্তু, বন্ধুবান্ধব এবং বাবার সমর্থন পাননি। ফলে আত্মবিশ্বাসের অভাব অনুভব করতে শুরু করেন অনীত। অভিনেত্রী বলেন, “বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, ‘এ সব ভাবা মানেও বোকার মতো কাজ’। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।” এর পর ১৭ বছর বয়সে অভিনয়ের অডিশনের খোঁজ শুরু করেন তিনি। তবে ভুয়ো ওয়েবসাইটের পাশাপাশি একাধিক প্রতিষ্ঠিত প্রযোজনা সংস্থাতেও নিজের বায়োডাটা পাঠিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক প্রযোজনা সংস্থার কাছে আমার অডিশন টেপ, একটা জঘন্য বায়োডাটা আর ‘স্ন্যাপচ্যাট ফিল্টার’ দেওয়া ছবি আছে।”

Advertisement
আরও পড়ুন