Pahalgam Terror Attack

‘মুসলিম হিসাবে আমি লজ্জিত’, পহেলগাঁও কাণ্ডের পর কোরান থেকে কী শোনালেন সেলিম মার্চেন্ট?

পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের গুলি করে মারায় ক্ষুব্ধ খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। তাঁর সাফ কথা, ‘‘মুসলিম হিসাবে আমি লজ্জিত।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৩:৩৫
গর্জে উঠলেন সেলিম।

গর্জে উঠলেন সেলিম। ছবি: সংগৃহীত।

রক্তাক্ত পহেলগাঁও। গত মঙ্গলবার দুপুরে নয়নাভিরাম নৈসর্গিক শোভার মাঝেই ধেয়ে আসে গুলি। বৈসরন উপত্যকা লাল হয়ে ওঠে নিরীহ পর্যটকদের রক্তে। তবে দূর থেকে গুলিবর্ষণ নয়। রীতিমতো হিসাব কষে ধর্মীয় পরিচয় জেনে, পুরুষ পর্যটকেদের হত্যা করা হয়েছে ।

Advertisement

এই ঘটনার পর থেকেই ফুঁসছে গোটা দেশ। কেউ চাইছেন বদলা, কেউ বলছেন প্রতিবেশী রাষ্ট্রকে দিকে হবে উচিত শিক্ষা। প্রতিবাদে সরব হয়েছেন বলিউডের তারকারাও। বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করায় ক্ষুব্ধ খ্যাতনামী সুরকার সেলিম মার্চেন্ট। তাঁর সাফ কথা, ‘‘মুসলিম হিসাবে আমি লজ্জিত।’’

এই ঘটনার পর থেকেই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে। ‘ধর্মনিরপেক্ষতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। তবে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদাই ধর্মনিরপেক্ষতার পক্ষে কথা বলছেন। এই ঘটনার পর ক্ষুব্ধ সুরকার কোরানের সুরাহ-অল-বকরাহ থেকে উদ্ধৃতি করে বলেন, ‘‘ইসলাম হিংসাকে প্রশয় দেয় না। এটা ইসলামের শিক্ষা নয়। দেখলাম আমার হিন্দু ভাইদের তাঁদের ধর্মের পরিচিতির বিচারে খুন করা হচ্ছে, মুসলিম হয়ে আমি লজ্জিত। এই হিংসা কবে বন্ধ হবে? কাশ্মীর সত্যি নরকে পরিণত হয়েছে। জানি না নিজের ভিতরের ক্রোধকে কী ভাবে সংবরণ করব!’’ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সেলিম।

Advertisement
আরও পড়ুন