Salman Khan Updates

বিয়েও করব, আবার বিচ্ছেদ হলে অর্ধেক সম্পত্তি নিয়ে চলে যাবে! এই আতঙ্কে অবিবাহিত সলমন?

বিয়ে নিয়ে সারাক্ষণ আতঙ্কে কাটান ‘ভাইজান’! তাঁর মতে, আগেকার মানুষ অত্যন্ত সহনশীল ছিলেন। এখন জোরে নাক ডাকলেও বিচ্ছেদ হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ১৯:১৩
বিয়ে নিয়ে কী বলছেন সলমন খান?

বিয়ে নিয়ে কী বলছেন সলমন খান? ছবি: ফেসবুক।

ধরুন, সলমন খান গভীর ঘুমিয়ে। নিজের অজান্তেই জোরে নাক ডেকে ফেলেছেন। কিংবা ঘুমের মধ্যে তাঁর ভারী পা উঠে গিয়েছে মিসেস সলমন খানের গায়ে! ভোরের আলো ফুটতেই অশান্তি শুরু। তার পর তিন তালাক, মোটা খোরপোশ—

Advertisement

এই আতঙ্কে আর বিয়েই করলেন না বলিউডের ‘ভাইজান’? এমনই হালফিলের চর্চা। এমন কথা শোনা গিয়েছে খোদ অভিনেতার মুখ থেকে। সম্প্রতি, তিনি কপিল শর্মার কমেডি শো-এর নতুন পর্বে যোগ দিতে এসেছিলেন। সেখানেই কথা প্রসঙ্গে বিয়ের কথা ওঠে। এই প্রথম সলমনকে না কি গুরুগম্ভীর মুখে বিয়ে নিয়ে মতামত দিতে দেখা গিয়েছে।

কপিল শর্মার কৌতুকানুষ্ঠানে বিয়ের প্রসঙ্গ থাকবেই। সেখানে সলমন উপস্থিত থাকলে, তাঁর বিয়ে না হওয়া নিয়ে প্রশ্নও উঠবে। প্রতি বারেই তাই হয়। এ বারের সিজ়নও ব্যতিক্রম নয়। যথারীতি তাঁর বিয়ে, দুই ভাই আরবাজ়, সোহেলের বিবাহবিচ্ছেদ নিয়ে কথা উঠেছে। তখনই সলমনের দাবি, “আগেকার মানুষেরা সহনশীলতার প্রতীক ছিলেন। কী প্রচণ্ড সহ্যশক্তি তাঁদের! আর এখন? ধরুন, ঘুমের ঘোরে গায়ে পা উঠে গেল। অমনি বিচ্ছেদ!” বলতে বলতে নিজেই হেসে ফেলেছেন।

বিচ্ছেদ প্রসঙ্গে এটুকু বলেই থামেননি। সলমন আরও যোগ করেছেন, এখন ছোট ছোট কারণে বিয়ে ভেঙে যায়। কেউ জোরে নাক ডাকেন। তাতেই বিচ্ছেদ। এ বার রসিকতার লোভ সামলাতে পারেননি। হাসতে হাসতে সলমনের দাবি, “একবার বিয়ের খরচ। বিচ্ছেদ হলে খোরপোশ চেয়ে অর্ধেক সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যাবে! কোনও দরকার নেই। এই বেশ ভাল আছি।” সলমনের বলার ভঙ্গিতে কপিলের সেটে হেসে ফেলেছেন বাকিরা।

সলমন তা হলে খোরপোশ দেওয়ার ভয়েই আজীবন অবিবাহিত থেকে গেলেন?

Advertisement
আরও পড়ুন