Salman Khan

‘আমি কার কেরিয়ার খেয়েছি?’ সলমনের বিরুদ্ধে বড় অভিযোগ, মুখ খুললেন ভাইজান

প্রণীত তাঁর অনুষ্ঠানে কৃষ্ণসার হত্যা ও ফুটপাথবাসীর উপর গাড়়ি চালানোর বিষয় নিয়েও খোঁচা দিয়েছিলেন। এমনকি তাঁর কথায় উঠে এসেছিল সলমন খানের পানভেলের খামারবাড়ির প্রসঙ্গও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৭
মানুষের কর্মজীবন ধ্বংস করেছেন সলমন?

মানুষের কর্মজীবন ধ্বংস করেছেন সলমন? ছবি: সংগৃহীত।

অনেকের পেশাজীবনের ক্ষতি করেছেন সলমন খান। বিস্ফোরক অভিযোগ বলিউড তারকার বিরুদ্ধে। এই দাবিতে সরগরম নেটপাড়া। পাল্টা প্রশ্ন তুলেছেন সলমন, “কার কেরিয়ার খেয়েছি আমি?”

Advertisement

বিতর্কের সূত্রপাত কৌতুকশিল্পী প্রণীত মোরের কয়েকটি মন্তব্যকে ঘিরে। প্রণীত বর্তমানে ‘বিগ বস্‌ ১৯’-এর প্রতিযোগী। কৌতুকশিল্পী তাঁর এক অনুষ্ঠানে সলমনকে নিয়ে বলেছিলেন, “সলমনকে টাকা কে খাওয়াবে! ও টাকা খায় না। ও তো লোকের কেরিয়ার খায়।” প্রণীতের এই মন্তব্যে হাসির রোল উঠেছিল সেই প্রেক্ষাগৃহে।

কৌতুকশিল্পীর এই মন্তব্য সলমনের নজরেও পড়েছে। ‘বিগ বস্ ১৯’-এ প্রথমত তিনি প্রণীতকে একহাত নিয়েছেন। বলিউডের ভাইজানের বক্তব্য, মজা করলেও কখনও সীমা অতিক্রম করা উচিত নয়। এ বার সংবাদমাধ্যমের কাছেও তিনি মুখ খুলেছেন। বলি তারকার বক্তব্য, তিনি কোনও দিনই কারও পেশাজীবনের ক্ষতি করেননি। বরং কারও পেশাজীবনের ক্ষতি করার হলে তিনি সবার আগে নিজেরটাই করতেন।

সলমন বলেছেন, “লোকে বলছে, আমি নাকি অনেকের কেরিয়ার খেয়ে নিয়েছি। আমি কার কেরিয়ার খেয়েছি? কারও কেরিয়ার খাওয়ার হলে, সবার আগে নিজেরটাই ধ্বংস করে দিতাম।” সলমন জানিয়েছেন, জীবনে তিনি শুধু নিজের কাজ নিয়েই ভেবেছেন। সাফল্য কী ভাবে পাওয়া যায় কাজের মাধ্যমে, সেই দিকেই থেকেছে তাঁর লক্ষ্য।

প্রণীত তাঁর অনুষ্ঠানে কৃষ্ণসার হত্যা ও ফুটপাথবাসীর উপর গাড়়ি চালানোর বিষয় নিয়েও খোঁচা দিয়েছিলেন। এমনকি তাঁর কথায় উঠে এসেছিল সলমন খানের পানভেলের খামারবাড়ির প্রসঙ্গও। ‘বিগ বস্‌’-এ তাই প্রণীতকে সলমন বলেছিলেন, “প্রণীত, স্ট্যান্ড-আপ কমেডিয়ান? আমি জানি, আপনি আমার ব্যাপারে কী কী বলেছেন। সেগুলো একটাও ঠিক নয়। আমি যদি আপনার বিষয়ে এমন মন্তব্য করতাম, তা হলে কেমন প্রতিক্রিয়া হত আপনার?”

সলমন আরও বলেছিলেন, “ওই সময়ে মানুষকে হাসাতে আমার নাম ব্যবহার করেছিলেন। কিন্তু আমার মনে হয়, সীমা অতিক্রম করা কখনওই উচিত নয়।”

Advertisement
আরও পড়ুন