Samantha Ruth Prabhu's Income

সমান্থার ৮০ কোটির বাড়ি, রোজগারের অঙ্কে রাজ কতটা পাল্লা দিতে পারবেন স্ত্রীর সঙ্গে?

পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করে সংসারী হয়েছেন সমান্থা। দক্ষিণ ভারতের একদা পয়লা নম্বর অভিনেত্রী সমান্থার সঙ্গে তাঁর বর্তমান স্বামীর আয়ের তফাত কতটা?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
Samantha Ruth Prabhu And Her Husband Raj nidimoru net worth

সমান্থার সঙ্গে রাজের আয়ের ফারাক কত? ছবি: সংগৃহীত।

গত কয়েক বছরে ব্যক্তিগত জীবনে একের পর এক ঝড় সামলেছেন সমান্থা রুথ প্রভু। বিবাহবিচ্ছেদ থেকে জটিল অসুখ— সব কঠিন পরিস্থিতি কাটিয়েছেনে হাসিমুখে। ১ ডিসেম্বর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করে সংসারী হয়েছেন সমান্থা। দক্ষিণ ভারতের একদা পয়লা নম্বর অভিনেত্রীর সঙ্গে তাঁর স্বামীর আয়ের তফাত কত?

Advertisement

তেলুগু, তামিল, হিন্দি— তিনটি ইন্ডাস্ট্রিতেই চুটিয়ে কাজ করছেন সমান্থা রুথ প্রভু। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সিরিজ় এবং সিনেমার সব কাজ শেষ করে আপাতত নিজের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন সমান্থা। ছবিপিছু নায়িকার পারিশ্রমিক সাড়ে তিন কোটি থেকে চার কোটি টাকা।

তেলঙ্গানার হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসে তাঁর একটি বাংলো রয়েছে, যার মূল্য প্রায় ৮০ কোটি টাকা। এ ছাড়াও হায়দরাবাদ শহরে একটি ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর, যার মূল্য প্রায় ৮ কোটি টাকা। মুম্বইয়ে সম্প্রতি সমুদ্রমুখী একটি তিন কামরার ফ্ল্যাট কিনেছেন ১৫ কোটি টাকা দিয়ে। বাংলো ছাড়াও যে সব ব্র্যান্ডের সঙ্গে প্রচার-দূতের কাজ করেন, সেখান থেকে তাঁর আয় হয় প্রায় ৮ কোটি (বাজারদর অনুযায়ী এই অঙ্কের রকমফের ঘটে)। এ ছাড়াও মার্সিডিজ় থেকে পোর্শে, বিএমডব্লিউ, রেঞ্জ রোভার-সহ বিলাসবহুল বেশ কয়েকটি গাড়ি রয়েছে অভিনেত্রীর। সাকুল্যে তাঁর প্রায় ১০০ কোটির উপর সম্পত্তি রয়েছে।

অন্য দিকে, সমান্থার স্বামী রাজ ক্যামেরার পিছনের মানুষ। বহু বছর ধরে বলিউডের সঙ্গে যুক্ত। তাঁর ঝুলিতে রয়েছে ‘গো গোয়া গন’, ‘শোর: ইন দ্য সিটি’, ‘গানস অ্যান্ড গুলাব্‌স’-এর মতো কাজ। যদিও নির্মাতা হিসেবে তাঁর পরিচিতি বাড়ে ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর পর, ‘ফার্জি’, ‘সিটাডেল: হানি বানি’ সিরিজ় মুক্তি পাওয়ার পর থেকে। শোনা যাচ্ছে, রাজের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৮০ কোটি টাকা।

Advertisement
আরও পড়ুন