Samantha Ruth Prabhu

কটাক্ষ করেছেন রাজের প্রথম স্ত্রী! এর মধ্যে স্বামীকে নিয়ে মধুচন্দ্রিমা সারতে কোথায় গেলেন সমান্থা?

বিয়ের পর হাতে সময় ছিল মোটে একটা দিন। সেটা নষ্ট করতে চাননি সমান্থা। কোয়েম্বত্তূরে বিয়ে সেরে স্বামী রাজের সঙ্গে কোথায় গেলেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৫ ১৩:৪১
(বাঁ দিকে) রাজ নিদিমোরু ও সমান্থা, (ডান দিকে) শ্যামলী দে।

(বাঁ দিকে) রাজ নিদিমোরু ও সমান্থা, (ডান দিকে) শ্যামলী দে। ছবি: সংগৃহীত।

সমান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ের খবর ছড়িয়ে পড়তেই কটাক্ষ করেন রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। শোনা যায়, রাজ ও শ্যামলীর নাকি এখনও আইনি বিচ্ছেদও হয়নি। এর পরেই সমান্থার পাশে দাঁড়ান রাজের দিদি। তিনি সমাজমাধ্যমে রাজ ও সমান্থার বিয়ের ছবি ভাগ করে নিয়ে লেখেন, ‘‘গোটা পরিবার তোমাদের সঙ্গে রয়েছে।’’ ননদকে কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রীও। এর পরেই মধুচন্দ্রিমায় বেরিয়ে যান তাঁরা।

Advertisement

সূত্রের খবর, বিয়ের পরে হাতে সময় মোটে একটা দিন। সেটা নষ্ট করতে চান না তারকাদম্পতি। কোয়েম্বত্তূরে বিয়ে সেরেই মধুচন্দ্রিমার জন্য গোয়ার উদ্দেশে পাড়ি দেন তাঁরা। রাজের সঙ্গে বিয়ের পরের অনুভূতি প্রসঙ্গে সমান্থা বলেন, ‘‘আমি জীবনে এতটা আনন্দ এর আগে অনুভব করিনি। কিছু সম্পর্ক শান্তি নিয়ে আসে মানুষের জীবনে। যখন সকালে আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হল, মনে হয়েছিল এর থেকে পবিত্র আর কিছু হতে পারে না।’’ তবে নায়িকার হাতে এখন বিশেষ সময় নেই। শোনা যাচ্ছে, ৪ ডিসেম্বর থেকে তাঁর পরবর্তী ছবির শুটিং শুরু। সূত্রের খবর, এই প্রসঙ্গে সমান্থা বলেন, ‘‘এখন এর থেকে বেশি সময় দিতে পারতাম না, তবে পরে আমরা ভাল করে মধুচন্দ্রিমায় যাব।’’

সমান্থার নতুন শ্বশুরবাড়ি খুশি এমন পুত্রবধূ পেয়ে। অভিনেত্রীর ননদ লেখেন, ‘‘আসলে ওদের দেখে দুঃখে নয় বরং খুশিতে চোখের জল ধরে রাখতে পারিনি। যে সম্মান ও মর্যাদার সঙ্গে একে অপরের দিকে ওরা এগিয়ে এসেছে, তা প্রশংসার দাবি রাখে।’’ উল্লেখ্য, প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের সঙ্গে গোয়াতেই বিয়ে হয়েছিল অভিনেত্রীর।

Advertisement
আরও পড়ুন