Ranveer Singh

‘কবীর সিংহ’-এর প্রস্তাব গিয়েছিল রণবীরের কাছে! বাঙ্গার ছবিতে কাজ করতে রাজি হননি তিনি?

‘ধুরন্ধর’ বক্সঅফিসে সফল। জয়জয়কার রণবীরের। এর মধ্যেই প্রকাশ্যে এল, ‘কবীর সিংহ’ ছবির প্রস্তাব নাকি প্রথম তাঁর কাছেই গিয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ২০:১০
Sandeep Reddy Vanga first offered Kabir Singh to Ranveer Singh

শাহিদ কপূর অভিনীত ‘কবীর সিংহ’র প্রস্তাব ফেরান রণবীর। ছবি: সংগৃহীত।

সন্দীপ রেড্ডী বাঙ্গার ছবি নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর ছবির সঙ্গে বার বার জুড়ে থেকেছে ‘নারীবিদ্বেষী’ তকমা। ‘কবীর সিংহ’ ছবি নিয়েও একই বিতর্ক হয়েছিল। তবে ছবিতে শাহিদ কপূরের অভিনয় প্রশংসিত হয়েছিল। কিন্তু এই চরিত্রে নাকি প্রথমে অভিনয় করার কথা ছিল রণবীর সিংহের। তাঁর কাছেই গিয়েছিল বাঙ্গার প্রস্তাব। কেন সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি?

Advertisement

‘ধুরন্ধর’ বক্সঅফিসে সফল। জয়জয়কার হচ্ছে রণবীরের। এর মধ্যেই প্রকাশ্যে এল, ‘কবীর সিংহ’ ছবির প্রস্তাব নাকি তাঁর কাছেই গিয়েছিল। এটি তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডী’র হিন্দি সংস্করণ। সন্দীপ নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার কাছে মুম্বই থেকে বার বার অনুরোধ আসছিল ‘অর্জুন রেড্ডী’ ছবির হিন্দি সংস্করণ তৈরি করার জন্য। প্রথমে আমি প্রস্তাব দিয়েছিলাম রণবীর সিংহকে। ওঁর সঙ্গেই ছবিটা করতে চেয়েছিলাম। কিন্তু শেষ পর্যন্ত উনি ছবিটা না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ওঁর মনে হয়েছিল, ছবিটা খুব বেশি মানুষের জীবনের অন্ধকার দিকের কথা বলে।”

তার পরে শাহিদকে নিয়ে কি খানিক চিন্তায় ছিলেন সন্দীপ? তিনি বলেছিলেন, “শাহিদ একা নায়ক হিসাবে রয়েছেন, এমন কোনও ছবি আসলে ১০০ কোটি ছোঁয়নি। প্রযোজনা সংস্থা থেকেও বলা হয়েছিল, এই ছবি ৫৫-৬৫ কোটি পর্যন্ত পৌঁছোবে। কেন আমি শাহিদের সঙ্গে ছবিটি করছি, সেই প্রশ্নও ওঠে। কিন্তু আমি নিশ্চিত ছিলাম শাহিদকে নিয়ে। উনি অসাধারণ অভিনেতা।”

বাঙ্গার এই বক্তব্য ফের উঠে আসার পরে নেটাগরিকের একাংশের মত, “নিশ্চয়ই ‘কবীর সিংহ’র মতো ছবি ছেড়ে দিয়ে আফসোস করেছেন রণবীর।” তবে রণবীর সিংহের অনুরাগীদের অন্য মত। তাঁদের বক্তব্য, “ভাগ্যিস রণবীর এই ছবিতে রাজি হননি! এত নারীবিদ্বেষী ছবি! রণবীরের যথেষ্ট দায়িত্ববোধ রয়েছে। তাই ওই ছবিতে অভিনয় করেননি।”

Advertisement
আরও পড়ুন