Actress on unwanted scrutiny

নিজের চেষ্টায় জায়গা করেছেন বলিউডে, অযাচিত ‘ব্যক্তিগত আক্রমণ’ কী ভাবে এড়িয়ে যান সারা?

সইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জ়রা হটকে জ়রা বঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৪:১৫
সারা আলি খান। ছবি: সংগৃহীত।

সারা আলি খান। ছবি: সংগৃহীত।

তিনি তারকাসন্তান। নিজেও অভিনেত্রী। ফলে খ্যাতির আলো সারা আলি খানের কাছে নতুন বিষয় নয়। কিন্তু, সেই সঙ্গে আসে বিড়ম্বনাও। অভিনেত্রীর কথায়, খ্যাতির সঙ্গেই সারা ক্ষণ ‘ট্রোল’ বা সমালোচনা যেন বিনামূল্যেই হাজির হয়। বিশেষত তা যদি ব্যক্তিগত আক্রমণ হয়, তা হলে যে কোনও মানুষের মনোবল ভেঙে যেতে পারে। কী ভাবে এই মানসিক যন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করেন সইফ-কন্যা?

Advertisement

সইফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে বলিউডে পা রাখেন ২০১৮ সালে। প্রথম ছবি ‘কেদারনাথ’। এর পর একে একে ‘সিম্বা’, ‘কুলি নং ১’, ‘অতরঙ্গী রে’, ‘জ়রা হটকে জ়রা বঁচকে’র মতো নানা ধরনের ছবিতে অভিনয় করেছেন। কাজের মাধ্যমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন অভিনেত্রী। কিন্তু, যে পেশায় দর্শকের মতামতই শেষ কথা, সেখানে লাগাতার কটাক্ষ সহ্য করাও সহজ নয়। অভিনেত্রীর কথায়, “আপনি যদি সমাজের পরিচিত মুখ হন, তা হলে চারিদিক থেকে প্রচুর মতামত আসে। তা আপনি চান আর না চান। তবে সময়ের সঙ্গে সঙ্গে আমিও নিজের মনে একটা ছাঁকনি তৈরি করতে সক্ষম হয়েছি।”

সারা আরও বলেন, “আমি নিজেকে বার বার মনে করাই যে, আমার কাজের সম্পর্কে সংগঠিত সমালোচনা আমাকে শিখতে, বড় হতে, উন্নতি করতে সাহায্য করবে। আমি সেটার সম্মান করি।” কিন্তু, সমালোচনা তো অনেক সময়েই কটাক্ষের রূপেও ধেয়ে আসে, তখন? অভিনেত্রী যোগ করেন, আক্রমণ যদি ব্যক্তিগত হয় বা মনে হয় তাঁকে ছোট করার চেষ্টা করছে, তখন সেগুলি নিজের মনে প্রবেশ করতে দেন না। সারা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি কে — আমার মূল্যবোধ, আমার উদ্দেশ্য এবং যারা আমাকে পর্দার বাইরে চেনেন, তাঁদের সঙ্গে একাত্ম হয়ে থাকা।”

Advertisement
আরও পড়ুন