বিরাট কোহলি। —ফাইল চিত্র।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের সেরা ক্রিকেটার হয়েছেন। ৩৭ বছরের কোহলি মাঠের বাইরেও নতুন ইনিংস শুরু করলেন। একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার ৩০০ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে খেলাধুলোর পোশাকের স্টার্টআপ সংস্থা অ্যাজিলিটাস স্পোর্টসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কোহলি। সংস্থাটির অংশীদারিত্বও থাকছে কোহলির কাছে।
রবিবার লন্ডনে রওনা দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন উদ্যোগের কথা জানিয়েছেন কোহলি। তিনি লিখেছেন, ‘‘প্রথম বার শুনেই ঠিক করে নিয়েছিলাম এই সংস্থার সঙ্গে যুক্ত হব। এই সংস্থায় যাঁরা রয়েছেন, যে ভাবে খেলাধুলোর পোশাক তৈরির পরিকল্পনা করা হয়েছে, সেটা দারুণ। সব মিলিয়ে বেশ বড় উদ্যোগ বলেই মনে হয়েছে আমার।’’
অ্যাজিলিটাস স্পোর্টসের বাণিজ্যিক দূত হয়েছেন কোহলি। একই সঙ্গে সংস্থার অন্যতম বিনিয়োগকারীও তিনি। তাঁর হাতে থাকবে সংস্থার ১.৯৪ শতাংশ শেয়ার। কোহলির নিজস্ব ব্র্যান্ড ‘ওয়ান এইট’-এর পোশাক-সহ বিভিন্ন পণ্য বিক্রি হবে অ্যাজিলিটাস স্পোর্টসের মাধ্যমে।
চলতি বছরে একটি ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আট বছরের সম্পর্ক ছিন্ন করেন কোহলি। ২০১৭ সালে তাঁর সঙ্গে সংস্থাটির ১১০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এ বার সংস্থাটি কোহলিকে ৩০০ কোটি টাকার প্রস্তাব দেয়। সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। উল্লেখ্য, ওই সংস্থার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় শুরু করেছেন অ্যাজিলিটাস স্পোর্টস। অর্থাৎ এক বাঙালি উদ্যোগপতির হাত ধরেছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে রবিবার লন্ডনে পরিবারের কাছে ফিরে গিয়েছেন কোহলি। আবার ভারতের আসবেন নিউ জ়িল্যান্ডের সঙ্গে সিরিজ় খেলতে।