Holi Celebration

দোল উৎসবে ফের দেখা দুই বান্ধবীর! সায়ন্তনীর পার্টিতে রঙের খেলায় মাতলেন সুদীপ্তা

টলিপাড়ায় ভাল বন্ধু বলে পরিচিত সায়ন্তনী ও সুদীপ্তা। একটা সময়ে পাশাপাশি পাড়ায় থাকতেন দু’জনে। প্রায় রোজই দেখা হত দুই বন্ধুর। কিন্তু বিয়ের পরে সুদীপ্তা এখন উত্তর কলকাতারা বাসিন্দা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ২১:৪১
Sayantani Guhathakurta’s holi party were graced by Tollywood celebrities

(বাঁ দিকে) সায়ন্তনী গুহঠাকুরতা এবং সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

রঙের খেলায় মেতেছিল টলিপাড়া। সেই সব রঙিন মুহূর্ত সমাজমাধ্যমে নিজেরাই ভাগ করে নিয়েছিলেন তারকারা। রঙের উৎসবে নজর কেড়েছিল তাঁদের সাজও। অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতার হোলি পার্টিতেও বসেছিল তারকাদের মেলা।

Advertisement

কালো টিশার্ট ও ডেনিমের শর্টস পরেছিলেন সায়ন্তনী। কালো টিশার্টের উপর চাপিয়েছিলেন সাদা রঙের শার্ট। সায়ন্তনীর পার্টির অতিথিদের তালিকায় ছিলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সঙ্ঘশ্রী সিংহ, নিক রামপাল, মানব-সহ আরও অনেকে। আবির, খাওয়াদাওয়া, নাচগান ছাড়াও বন্ধুত্বের সাক্ষী থাকল এই হোলি পার্টি, জানালেন সায়ন্তনী।

টলিপাড়ায় ভাল বন্ধু বলে পরিচিত সায়ন্তনী ও সুদীপ্তা। একটা সময় পাশাপাশি পাড়ায় থাকতেন দু’জনে। প্রায় রোজই দেখা হত দুই বন্ধুর। কিন্তু বিয়ের পরে সুদীপ্তা এখন উত্তর কলকাতারা বাসিন্দা। তার পর থেকে সে ভাবে আর একসঙ্গে সময় কাটানো হয় না। তাই সায়ন্তনী বলেছেন, “অনেক দিন পরে সুদীপ্তার সঙ্গে এমন ভাবে সময় কাটালাম। অনেক মজা করলাম। নেচেওছি একসঙ্গে। নিকও (নিক রামপাল) এসেছে কলকাতায়। ওর সঙ্গেও বহু দিন পরে দেখা হল।”

এই হোলি পার্টিতে আরও এক নতুন অভিজ্ঞতার সাক্ষী থাকলেন সায়ন্তনী। অভিনেত্রীর কথায়, “স্কুলের শেষবেলায় মনে হয় এক বার ভাং খেয়েছিলাম দোলে। কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েছিলাম। বহু দিন পরে আবার ভাং খেলাম। তবে এ বার আর অসুস্থ হইনি।”

Advertisement
আরও পড়ুন