শাহরুখ খান। ছবি: সংগৃহীত।
অতীতে মার্কিন বিমানবন্দরে কয়েক বার নিরাপত্তার জন্য অভিবাসন দফতরে আটকা পড়েন শাহরুখ খান। এ বার মুম্বই বিমানবন্দরে শাহরুখকে রোদচশমা খুলতে বললেন নিরাপত্তারক্ষী। কেন?
বিমানবন্দরে ঢোকার সময় গেটে পরিচয়পত্র দেখিয়ে ঢুকতে হয়। যাঁরা নিয়মিত বিমানে সফর করেন, সকলেরই এ নিয়ম জানা। এখন সমাজমাধ্যমে কিছু ভিডিয়ো ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, বৃহস্পতিবার ভোরের দিকে তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকছিলেন শাহরুখ। অভিনেতার পরনে ডেনিমের জ্যাকেট, ঢিলে প্যান্ট, মাথায় টুপি ও চোখে রোদচশমা। এই পোশাকেই বিমানবন্দরের গেটে পরিচয়পত্র দেখান শাহরুখ। কিন্তু, তার পরেও নিরাপত্তাকর্মী অভিনেতাকে তাঁর চশমা খুলতে বলেন। শাহরুখ নিয়ম মেনে চশমা খুলতেই হেসে ফেলেন নিরাপত্তারক্ষীও।
নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো। নেটাগরিকেরা সকলেই প্রশংসা করেছেন নিরাপত্তাকর্মীর, যিনি নিজের কর্তব্যে অবিচল ছিলেন। কেউ কেউ বলেন, ‘‘নিয়ম আসলে সকলের জন্যই সমান।’’ তাঁর কথা শুনে বাদশাও যে সঙ্গে সঙ্গে চশমা খুলেছেন, তার জন্যও প্রশংসা করছেন অনুরাগীরা। সম্প্রতি শাহরুখের পরবর্তী ছবি ‘কিং’- এর প্রচার-ঝলক প্রকাশ্যে এসেছে। চলতি বছর ২৪ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি। এতে শাহরুখের সঙ্গে দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খানকেও। খবর, ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। রয়েছেন দীপিকা পাড়ুকোনও।