Shah Rukh Khan

ফুলেছে বাহুর পেশি, সঙ্গে শরীরে উল্কি, শাহরুখের এমন ভোলবদলের কারণ কী?

বাহুর পেশি চোখে পড়ার মতো ফুলিয়েছেন। আবার শরীরের উল্কি। হঠাৎ এতটা বদলে গেলেন কেন শাহরুখ?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৮:৪৪
শাহরুখ এমন বদলে গেলেন কেন?

শাহরুখ এমন বদলে গেলেন কেন? ছবি: সংগৃহীত।

‘পাঠান’ ছবির সময় থেকে একটু একটু করে নিজেকে ভাঙছিলেন শাহরুখ খান। এক সময় শাহরুখ ছিলেন রোম্যান্টিক হিরো। কমনীয়তা যেন তাঁর মূল ইউএসপি। কিন্তু চার বছরের বিরতির পর তিনি যখন আবার ফিরলেন, তখন একেবার ‘অ্যাকশন হিরো’। এ বার আরও যেন বদলে গেলেন তিনি। চুলটা বেশ কয়েক বছর ধরেই বড় করছিলেন। এ বার বাহুর পেশি চোখে পড়ার মতো ফুলিয়েছেন। আবার শরীর জুড়ে উল্কি। হঠাৎ এতটা বদলে গেলেন কেন শাহরুখ?

Advertisement

এমনিতেই শাহরুখ আজকাল আলোকচিত্রীদের এড়িয়ে চলেন। বিমানবন্দর হোক কিংবা কোনও অনুষ্ঠান মুখ দেখাবেন না। শুধু মাত্র যেন রুপোলি পর্দা ছড়া তাঁকে ছোঁয়া যাবে না। এ বার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই দেখা একটি ঘর থেকে বেরোতে দেখা যাচ্ছে তাঁকে। পরনে ঢিলে জিন্স, গেঞ্জি, মাথায় টুপি, রোদচশমা। এক বারে স্বভাবোচিত ভঙ্গিমায় অভিবাদন জানিয়ে বেরিয়ে গেলেন। অনেকেরই জল্পনা, এটাই তবে শাহরুখের আসন্ন ‘কিং’ ছবির লুক! এরই মধ্যে এক বার পরিচালক বদল হয়েছে। শোনা গিয়েছে, পরিচালক বদলের সঙ্গে সঙ্গেই বদলেছে কাহিনির রেখাচিত্রও। এখনও স্থিরই হয়নি কোন চরিত্রে কে অভিনয় করবেন। কিন্তু সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি নিয়ে উৎসাহের অন্ত নেই শাহরুখ-অনুরাগীদের।

যদিও মাস কয়েক আগে এই ছবির প্রস্তুতি প্রসঙ্গে শাহরুখ বলেন, “আমি ‘কিং’ ছবিতে অভিনয় করছি। শীঘ্রই এই ছবির কাজ শুরু করতে হবে আমাকে। সে জন্য আমাকে একটু ওজনও কমাতে হবে। এ জন্য শরীরচর্চাও করতে হবে।” যদিও এই লুক অবশ্য অন্য কথা বলছে। এমনিতেই একটি ছবি করতে অনেকটা সময় নেন শাহরুখ। অভিনেতা জানান, তিনি ছবির পরিচালকের সঙ্গে অনেকটা সময় কাটাতে পছন্দ করেন। তাই একটি ছবির কাজ শেষ করতে অনেকটা সময় লাগে।

শাহরুখের এই ছবিতে অভিনয় করছেন তাঁর মেয়ে সুহানা খানও। এটিই বড় পর্দায় তাঁর প্রথম ছবি। এর আগে ওটিটি-র ছবি ‘আর্চিজ়’-এ অভিনয় করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন