Shah Rukh Khan

বলিউডের ‘মহাতারকা’ শাহরুখকে দেখতেই ঝাঁপিয়ে পড়ল মানুষের ঢল! কী করলেন বাদশা?

অনুষ্ঠান থেকে বেরোনোর পরে উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বলিউডের বাদশাকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য সারি সারি মানুষ এগিয়ে আসতে থাকেন তাঁর দিকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৫ ২০:০১
শাহরুখকে ঘিরে ধরল মানুষের ঢল।

শাহরুখকে ঘিরে ধরল মানুষের ঢল। ছবি: সংগৃহীত।

বলিউডে এমন তারকা একটাই। শাহরুখ খানের একটি ভিডিয়ো দেখে এমনই দাবি তাঁর অনুরাগীদের। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাদশা। সেই অনুষ্ঠানও উজ্জ্বল হয়েছিল তাঁর উপস্থিতিতে। অনুষ্ঠান থেকে বেরোতেই তাই শাহরুখের উপর ঝাঁপিয়ে পড়ে জনতার ঢল।

Advertisement

শনিবার রাতে ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বও ছিল শাহরুখের কাঁধে। সঙ্গে ছিলেন কর্ণ জোহর। সেই অনুষ্ঠান থেকে বেরোনোর পরে উপস্থিত অনুরাগীরা ছেঁকে ধরেন বলিউডের বাদশাকে। শাহরুখকে এক ঝলক দেখার জন্য সারি সারি দর্শক এগিয়ে আসতে থাকেন তাঁর দিকে। তবে শাহরুখ ধৈর্য হারাননি। রেগেও যাননি। সহস্র মানুষের ঢলের দিকে হাত তুলে সাড়া দিয়েছেন তিনি। টোলফেলা গালে লেগে ছিল হাসি।

এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনুরাগীরা আরও এক বার মুগ্ধ হন শাহরুখকে দেখে। এক অনুরাগী লিখেছেন, “একেই বলে তারকা। গত জন্মে অনেক পুণ্য করেছেন শাহরুখ। তাই এই জন্মে এমন খ্যাতি তাঁর।” আর এক অনুরাগী লিখেছেন, “ওঁর মতো সুন্দর কথা বলতে আর কেউ পারেন না। কী অসাধারণ ব্যক্তিত্ব একজনের। উনি ঠিকই বলেছিলেন, ওঁর পর আর কোনও মহাতারকা তৈরি হবে না। বলিউডে এখনও একজনই মহাতারকা। তিনি হলেন শাহরুখ খান। এই নামের আগে কোনও বিশেষণের দরকার পড়ে না।”

উল্লেখ্য, শাহরুখ এই মুহূর্তে তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। তার পাশাপাশি পুত্র আরিয়ান খানের ‘ব্যাড্‌স অফ বলিউড’-এর সাফল্য নিয়েও মেতে আছেন তিনি। এই সিরিজ়ে রয়েছে তাঁরও অল্প দৈর্ঘ্যের উপস্থিতি।

Advertisement
আরও পড়ুন