Kissing and Skin Problems

চুম্বনের কারণে মহিলার ত্বকে র‌্যাশের সমস্যা! নেপথ্যে দায়ী হতে পারে সঙ্গীর দাড়ি, সে ক্ষেত্রে কী করা উচিত

সম্প্রতি এক মহিলা সমাজমাধ্যমে ভিডিয়ো করে তাঁর ত্বকের র‌্যাশ নিয়ে কথা বলেছেন। যেখানে কারণ হিসেবে তাঁর স্বামীর দাড়িকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। ঠিক কোন কারণে এই ঘটনা ঘটতে পারে? চিকিৎসক কী বলছেন?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৬
দাড়ির কারণে ত্বকের সমস্যা।

দাড়ির কারণে ত্বকের সমস্যা। ছবি: সংগৃহীত।

চুম্বনের মতো অনুভূতিও ত্বকে অস্বস্তি এনে দিতে পারে। একেবারেই সাধারণ চুম্বনও কখনও কখনও অস্বস্তিকর জ্বালায় পরিণত হয়। পুরুষদের দাড়ির ঘর্ষণে তাঁদের সঙ্গীদের ত্বকে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে। সম্প্রতি এক মহিলা সমাজমাধ্যমে ভিডিয়ো করে তাঁর ত্বকের র‌্যাশ নিয়ে কথা বলেছেন। যেখানে কারণ হিসেবে তাঁর স্বামীর দাড়িকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি। আর সেই ভিডিয়ো নিয়ে কথা বললেন মেরিল্যান্ডের অ্যানাস্থেশিওলজিস্ট কুণাল সুদ।

Advertisement

তিনি জানাচ্ছেন, দাড়ির কারণে কোনও পুরুষের সঙ্গীর ত্বকে প্রতিক্রিয়া ঘটতে পারে। চিকিৎসক বলছেন, ‘‘এটি অতি পরিচিত এক ঘটনা। পুরুষদের দাড়ির সংস্পর্শে তাঁদের সঙ্গীদের এই সমস্যা হতে পারে। চুম্বনের ফলে ত্বকে র‌্যাশ হতে পারে। তার কারণ, পুরুষদের দাড়িতে যদি কর্কশ চুলের পরিমাণ বেশি থাকে, তা হলে সঙ্গীর ত্বকের সঙ্গে ঘর্ষণে এই সমস্যা দেখা দেয়। এর ফলে ত্বকে জ্বালা, চুলকানি হতে পারে। এর ফলে ইমপেটিগো নামক সংক্রমণও হতে পারে।’’

দাড়ি কী ভাবে পরিষ্কার রাখবেন?

দাড়ি কী ভাবে পরিষ্কার রাখবেন? ছবি: সংগৃহীত।

ইমপেটিগো হল এক প্রকারের ব্যাক্টেরিয়াল সংক্রমণ, যা শিশুদের ত্বকেও দেখা যায়। যার ফলে নাক, মুখ, হাত বা পায়ের চারপাশে লাল ঘা হয়। এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে।

পুরুষদের দাড়িতে ঘাম, তেল বা ধুলো জমে এই সমস্যার ঝুঁকি তৈরি হয়। এই অবস্থায় কেউ চুম্বনে লিপ্ত হলে বা মুখের সঙ্গে মুখে ঘন ঘন ঘর্ষণ হলে, সঙ্গীর গালের ত্বকে ক্ষত বা জ্বালা হতে পারে।

কিন্তু চিকিৎসক বলছেন, খুব সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। সাবান ও জল দিয়ে সেই অংশ নিয়মিত পরিষ্কার করতে হবে। তা ছাড়া রোজ ময়েশ্চারাইজ়ার মাখতে হবে। তেল এবং কন্ডিশনার ব্যবহার করতে হবে নিয়মিত। মাঝে মধ্যে দাড়ি ছেটে নেওয়াও উচিত। ঘরোয়া যত্নেই এটি নিবারণ সম্ভব। চাইলে গরম জলের ভাপ নিতে পারেন, এতে ঘাম আর তেল সহজে দূরে যায়।

Advertisement
আরও পড়ুন