সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। — ফাইল চিত্র।
গাড়িতে হামলার ঘটনায় এ বার সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এ বিষয়ে মামলা দায়ের করতে চেয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানি হতে পারে উচ্চ আদালতে।
শুভেন্দুর আইনজীবীর কথায়, গত শনিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় রাজ্যের বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালানো হয়। এমনকি, তাঁকে হত্যার চেষ্টাও হয়েছিল। কিন্তু ওই ঘটনায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি। কেউ গ্রেফতারও হননি। এমনকি, নেতার দাবি, তাঁর উপর ‘প্রাণঘাতী হামলা’ চালানো হলেও নাকি খুনের চেষ্টার (১০৯) ধারা দেওয়া হয়নি এফআইআরে। এর পরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু। তাঁর দাবি, ওই ঘটনার নেপথ্যে কারা ছিলেন, তা কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানো হোক। মঙ্গলবার এ নিয়ে বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। চলতি সপ্তাহেই ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
গত শনিবার রাতে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলা হয় বলে অভিযোগ। সে সময় পুরুলিয়া থেকে জনসভা সেরে ফিরছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন বিজেপি কর্মীরা। পথে গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড বাজারের কাছে হঠাৎ বিপত্তি বাধে। বিজেপি নেতার দাবি, তাঁর কনভয় চৌরাস্তা পার হতে না হতেই তাঁদের পথ আটকে দাঁড়ান তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তার পর বাঁশ, লাঠি নিয়ে তাঁর গাড়ির উপর চড়াও হন। দু’পক্ষে স্লোগান-পাল্টা স্লোগান চলতে থাকে। কিন্তু প্রকাশ্য রাস্তায় বেশ কিছু ক্ষণ ধরে ঝামেলা চললেও পুলিশের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। ওই ঘটনার প্রতিবাদে চন্দ্রকোনা রোড পুলিশ ফাঁড়িতে ঢুকে অবস্থানে বসেন শুভেন্দু। শেষমেশ রাত প্রায় দেড়টা নাগাদ তিনি থানা থেকে বেরোন।