Shah Rukh Khan Health Updates

শরীরে কোনও আঘাত নেই, সেটে গুরুতর জখমও হননি শাহরুখ! তড়িঘড়ি কেন শুটিং ফেলে বিদেশে?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত শাহরুখের সুস্থতা কামনা করে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে বার্তা পাঠিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১১:২২
শাহরুখ খানের সঙ্গে সঠিক কী হয়েছে?

শাহরুখ খানের সঙ্গে সঠিক কী হয়েছে? ছবি: সংগৃহীত।

শনিবার খবর পাওয়া গিয়েছিল, শুটিং সেটে দুর্ঘটনার। জানা গিয়েছিল, শাহরুখ খানের নাকি পেশিতে আঘাত পেয়েছেন। কিন্তু সে রাতেই জানা যায়, আঘাত নয়, শাহরুখ আমেরিকা গিয়েছেন নিয়মিত চিকিৎসার স্বার্থে।

Advertisement

প্রাথমিক ভাবে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, গোল্ডেন টোব্যাকো স্টুডিয়োয় আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে পিঠে চোট পেয়েছেন অভিনেতা। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাঁকে স্থানান্তরিত করা হয়েছে আমেরিকায়। খবর ছড়াতেই উদ্বিগ্ন হয়ে ওঠে বলিউড। চিন্তিত তাঁর অনুরাগীরা। এ-ও শোনা গিয়েছিল, চোটের কারণে শাহরুখ শুটিং বন্ধ রেখেছেন। এক মাস নাকি শয্যাশায়ী থাকতে হবে বাদশাহকে, ছড়িয়েছিল এমন খবর। সিদ্ধার্থ আনন্দের ছবির কাজ আবার শুরু করবেন সেপ্টেম্বরে।

কিং খানের অসুস্থতার খবর পাওয়া মাত্র তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সমাজমাধ্যমে বার্তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে (সাবেক টুইট) লেখেন, “সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আমার প্রিয় ভাই শাহরুখ খান শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছেন। আমি ওঁর শারীরিক অবস্থার জন্য চিন্তিত। দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।”

কিন্তু শনিবার রাতেই প্রথম সারির এক সংবাদমাধ্যম দাবি করে, সেটে নতুন করে কোনও চোট পাননি শাহরুখ! তবে, আমেরিকায় যে তিনি উড়ে গিয়েছেন, এ খবর সত্য।

এই খবরে বলিউডের অন্দরে নতুন চর্চা, যদি কোনও চোট না-ই পেয়ে থাকেন তা হলে কেন শুটিং ফেলে বিদেশে উড়ে গেলেন শাহরুখ? ছবিতে তাঁর মেয়ে সুহানা খান অভিনয় করছেন। মেয়ের ছবির প্রচারের স্বার্থেই কি খ্যাতনামী বাবাকে ঘিরে ভুয়ো খবর ছড়ানো হল?

টিম ‘কিং’ এবং অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের একযোগে দাবি, ৩০ বছরেরও বেশি সময় ধরে অভিনয় করছেন শাহরুখ। প্রচুর অ্যাকশন দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। কোনও বিকল্প পথ বাছেননি। যার জেরে তাঁর শরীরে প্রচুর চোট-আঘাত। শনিবার ‘কিং’-এর সেটে অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তেমনই কোনও পুরনো চোট নতুন করে মাথাচাড়া দেয়। পুরনো ব্যথায় নতুন করে কাবু হয়ে পড়েন তিনি। তারই চিকিৎসায় বিদেশে উড়ে গিয়েছেন শাহরুখ। কারণ, তাঁর শরীরে যখনই এই ধরনের সমস্যা দেখা দিয়েছে তখনই তিনি দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য বিদেশে চিকিৎসা করিয়েছেন। একই কারণে ছবির শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে।

ছবির পরিচালক সংবাদমাধ্যমকে এ-ও জানিয়েছেন, ‘কিং’কে ঘিরে সিনেপ্রেমী এবং দর্শকদের আগ্রহ প্রচুর। এই ছবিতে শাহরুখ এবং সুহানা প্রথম একসঙ্গে অভিনয় করছেন। আবার ছবিটি তারকাখচিতও। দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখোপাধ্যায়, জ্যাকি শ্রফ, অনিল কপূর, আরশাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, অভয় বর্মা-সহ তাবড় তারকাদের দেখা যাবে। এত চর্চার এটিও একটি কারণ।

Advertisement
আরও পড়ুন