Shah Rukh Khan

নতুন করে সাজছে, তাই ‘মন্নত’ ছেড়েছেন শাহরুখ খান, মাসে কত টাকা শুধু বাড়ি ভাড়ায় খরচ করছেন?

বান্দ্রার সমুদ্রমুখী বাংলো ছেড়ে গোটা খান পরিবার উঠেছেন পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে। মাসে তাঁর জন্য কত খরচ হচ্ছে অভিনেতার?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১১ জুন ২০২৫ ১৫:৪৫
Shah Rukh khan Rented 24 lakh per month Duplex flat in pali hill after leaving mannat

মাসে কত টাকা বাড়ি ভাড়া গুনতে হচ্ছে গৌরী-শাহরুখকে? ছবি: সংগৃহীত।

মুম্বই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। এ বার সেই ‘মন্নত’ ছেড়েছেন বলিউডের বাদশাহ। নতুন করে সাজানো হচ্ছে শাহরুখের সাধের ‘মন্নত’। স্ত্রী গৌরী খানের তত্ত্বাবধানে হচ্ছে গোটাটা। তাই বান্দ্রার সমুদ্রমুখী বাংলো ছেড়ে গোটা খান পরিবার উঠেছেন পালি হিল এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাটে। মাসে তাঁর জন্য কত খরচ হচ্ছে অভিনেতার?

Advertisement

‘মন্নত’-এর অন্দরসজ্জা না কি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলের বাড়িতে থাকছে খান পরিবার। চলতি মাস থেকে শুরু হচ্ছে ‘মন্নত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে বলে খবর। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে। এ বার জোর কদমে শুরু হচ্ছে কাজ। যত দিন ‘মন্নত’-এ কাজ চলবে, পালি হিলের বাড়িতেই থাকবেন তাঁরা। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নেওয়া হয়েছে। শাহরুখ ও গৌরী মাসে ২৪ লক্ষ টাকা এ জন্য ভাড়া দিচ্ছেন। শুধু যে নিজেদের থাকার জন্য ভাড়া নিয়েছেন এমনটা নয়। ‘মন্নত’-এর পরিচারক-পরিচারিকাদের জন্যেও মাসিক প্রায় লাখ দেড়েক টাকার ফ্ল্যাট ভাড়া নিয়েছেন।

Advertisement
আরও পড়ুন