ড্যানিয়েল ক্রেগের পরে এ বার কি জেমস বন্ডের চরিত্রে শাহরুখ? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
শাহরুখ খানকে দেখে প্রেম শিখেছে কয়েক প্রজন্ম। পর্দায় প্রেমিক নায়ক হিসাবেই একসময় খ্যাতি অর্জন করেছিলেন তিনি। তবে সেই ধারণা ভেঙেছেন নিজেই। ‘পাঠান’, ‘জওয়ান’ ছবিতে অন্য রূপে দেখা গিয়েছে অভিনেতাকে। আসন্ন ছবি ‘কিং’-এও লড়াকু অবতারে দেখা যাবে তাঁকে। এর পরে কি হলিউডের বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের ভূমিকায় শাহরুখকে দেখা যাবে? বলি তারকা নিজে কী জানালেন?
সম্প্রতি শাহরুখ লন্ডনে উপস্থিত ছিলেন কাজলের সঙ্গে। সেখানে এক আলোচনাসভায় তাঁকে প্রশ্ন করা হয়, “পর পর কয়েকটি অ্যাকশন ছবিতে অভিনয় করলেন। এর পরে কি জেমস বন্ডের চরিত্রে আপনি?” প্রশ্নের উত্তরে বলিউডের বাদশা বলেন, “না, আমার উচ্চারণ ওর (জেমস বন্ড) মতো নয়। আমার ‘শেকেন মার্টিনি’ (জেমস বন্ডের পছন্দের সুরা) পছন্দ নয়। আর সত্যি কথা বলতে, আমি তেমন লড়াকু ছবিতে অভিনয়ও করিনি। লড়াইয়ের ছবিতে সব সময়ই অভিনয় করতে চেয়েছি ঠিকই। কিন্তু তার পরে দেখলাম আমার জীবনে কাজল রয়েছে।” রসিকতা করেই শাহরুখ বলেন,“বিপরীতে কাজল থাকলে তো আর লড়াইয়ের ছবিতে অভিনয় করা যায় না। তাই আমি প্রেমের ছবিতেই বেশি অভিনয় করেছি।”
কিন্তু শুধুই কি কাজলের সঙ্গেই অভিনয় করেছেন? অন্য নায়িকাদের সঙ্গেও তো বহু ছবিতে জুটি বেঁধেছেন বলি তারকা। মনে করিয়ে দেন পাশের আসনে বসা কাজল। তখন বাদশা বলেন, “হ্যাঁ, তবে যে ছবিগুলির জন্য আমরা সবচেয়ে জনপ্রিয়, সেগুলিতে আমরাই একসঙ্গে কাজ করেছি। সেটা আমরা অস্বীকার করতে পারি না। তার পরে কয়েকটি লড়াইয়ের ছবিতে অভিনয় করেছি, যেটা আমি বরাবর চেয়ে এসেছি। আমার ভালও লেগেছে। তবে আমি জেমস বন্ডের ব্যাপারে জানি না। কিন্তু শন কনারিকে নিশ্চয়ই জানি।”
জেমস বন্ডের চরিত্রে হলিউডের অন্য অভিনেতাদের মতো শন কনারিকেও দেখা গিয়েছে। তিনি ছাড়াও অভিনয় করেছেন রজার মুর, ডেভিড নিভেন, পিয়ার্স ব্রসনান, টিমোথি ডালটন, ড্যানিয়েল ক্রেগ।