Shahid-Mira

‘সবাই ভাবত আমার জীবন যেন রূপকথার মতো’, বিয়ের পরে কোন সমস্যায় পড়েছিলেন শাহিদ-পত্নী মীরা?

বিয়ের পরে নাকি বহু বার কটাক্ষের মুখেও পড়তে হয় শাহিদ-পত্নীকে। নিজের কোন কাহিনি প্রকাশ্যে আনলেন মীরা রাজপুত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ১১:০২
শাহিদকে বিয়ের পরে কী সমস্যায় পড়েছিলেন মীরা?

শাহিদকে বিয়ের পরে কী সমস্যায় পড়েছিলেন মীরা? ছবি: সংগৃহীত।

শাহিদ কপূর এবং মীরা রাজপুতকে নিয়ে দর্শকের কৌতূহলের শেষ নেই। বিয়ের ১১ বছর পরেও তাঁদের নিয়ে মাঝে মাঝেই আলোচনা হয়ে থাকে। বিয়ের পরে নাকি বহু বার কটাক্ষের মুখেও পড়তে হয় শাহিদ-পত্নীকে। সম্প্রতি, মীরা এক সাক্ষাৎকারে জানিয়েছেন বিয়ের পরে যে সব পরিস্থিতি খুব সুখের ছিল, তা নয়।

Advertisement

মীরা জানিয়েছেন, বিয়ের পরে প্রথম প্রথম তাঁর অনেকটা সময়েই একাকিত্বে কেটেছে। বাইরে থেকে অনেকের দেখে মনে হত, তাঁর জীবন যেন রূপকথার মতো। কিন্তু আদতে,বাস্তবটা ছিল খুব কঠিন। মীরা বলেন, “সেই সময় অনেকের মনে হত, আমি কারও সঙ্গে কথা বলছি না, দূরত্ব বজায় রাখছি। কিন্তু কাউকে বোঝাতে পারব না তখন আমার ঠিক কী পরিস্থিতি ছিল। সম্পূর্ণ নতুন পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন ছিল।”

মীরা জানান, সে সময় তাঁর বন্ধুরা কেউ উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছে, আবার কেউ ঘুরতে যাচ্ছে, কেউ আবার বিদেশে চাকরি করতে যাচ্ছে। আর তিনি তখন সংসারজীবন শুরু করছেন। শাহিদ-পত্নী যোগ করেন, “খুবই একাকিত্বে ভুগতাম। অন্য পরিবেশ। নতুন মানুষ। তবে সময়ের সঙ্গে আমাদেরও পরিবর্তন হয়েছে। পরিণত হয়েছি। এখন আমার বন্ধুরা বুঝতে পারে তখন আমার ঠিক কী পরিস্থিতি ছিল।” বর্তমানে তাঁর পরিস্থিতি একেবারেই অন্য রকম। তিনি নিজের ব্যবসা শুরু করেছেন। বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুত্ব এখনও অটুট আছে।

Advertisement
আরও পড়ুন