Shatrughan Sinha

‘হিন্দু হিন্দু করার কী আছে?’ পহেলগাঁওয়ের প্রসঙ্গ উঠতেই মুসলিমদের নিয়ে কী বললেন শত্রুঘ্ন?

শত্রুঘ্নকে প্রশ্ন করা হয় ‘‘হিন্দুদের উপর যা কিছু হচ্ছে, তা নিয়ে আপনার মত কী?’’ তাতেই এক বারে সকলকে চুপ করিয়ে দিলেন অভিনেতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৭:২৫
রেগে গেলেন শত্রুঘ্ন সিন্‌হা।

রেগে গেলেন শত্রুঘ্ন সিন্‌হা। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় বার বার উঠে এসেছে ধর্ম জেনে গুলি করার অভিযোগ। তার পর থেকেই সমাজমাধ্যম জুড়ে বিভাজনের জিগির। এ বার পহেলগাঁও কাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের সামনে অভিনেতা শত্রুঘ্ন সিন্‌হা। তাঁকে জিজ্ঞেস করা হয়, "হিন্দুদের উপর যা কিছু হচ্ছে, তা নিয়ে আপনার মত কী?’’ তাতেই এক বারে সকলকে চুপ করিয়ে দিলেন অভিনেতা। পাশপাশি, তিনি যে বিভাজনের রাজনীতিতে পা দেবেন না, সেটাও স্পষ্ট করে দিলেন।

Advertisement

একটি অনুষ্ঠান থেকে বেরোনোর সময় ফোটোশিকারিদের প্রশ্নের মুখে পড়তেই রেগে যান অভিনেতা। তিনি বলেন, ‘‘এত হিন্দু হিন্দু করার কী আছে এখানে। হিন্দ-মুসলিম, সকলেই ভারতীয়।’’ পাশপাশি, তিনি এই রকম একটা ঘটনাকে অতিরঞ্জিত করে দেখানোর বিরোধিতা করেছেন। তাঁর কথায়, ‘‘এটা একটা ‘প্রোপাগান্ডা যুদ্ধ’ চলছে। বিষয়টা খুব সংবেদনশীল। খুব সাবধানে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। এমন কিছু করা উচিত নয়, যেখানে পরিস্থিতি বিগড়ে যায়। ক্ষতটা একেবারে তাজা। সেরে উঠতে সময় দিতে হবে।’’ শত্রুঘ্নের মতো তাঁর মেয়ে সোনাক্ষীও বাবার মতো বিভাজনের রাজনীতির বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন