Pahalgam Terror Attack

বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থায় নেই! পহেলগাঁওয়ের জঙ্গি হামলা কোন প্রভাব ফেলেছে আমিরের মনে?

পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তান দুই রাষ্ট্রের কূটনৈতিক লড়াই শুরু হয়েছে ইতিমধ্যেই। সাধারণ মানুষ ছাড়া তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনা গভীর ভাবে নাড়া দিয়েছে অভিনেতা আমির খানকে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ১৬:২২
গভীর ভাবে আহত আমির।

গভীর ভাবে আহত আমির। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে নিরস্ত্র পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা নাড়া দিয়ে গিয়েছে দেশবাসীকে। এই ঘটনার পর প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কারও দাবি যুদ্ধের, কেউ আবার চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি। ভারত-পাকিস্তান দুই রাষ্ট্রের কূটনৈতিক লড়াই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সাধারণ মানুষ ছাড়া তারকারাও ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনা গভীর ভাবে নাড়া দিয়েছে অভিনেতা আমির খানকে। এই আবহে নিজের ছবি ‘আন্দাজ় অপনা অপনা’র পুনর্মুক্তি অনুষ্ঠানে যেতে পারছেন না, এক সাক্ষাৎকারে জানিয়ে দিলেন অভিনেতা।

Advertisement

৩১ বছর আগে ২৫ এপ্রিল মুক্তি পেয়েছিল আমির খান ও সলমন খান করিশ্মা কপূর, রবীনা ট্যান্ডন অভিনীত ছবি ‘আন্দাজ় অপনা অপনা’। সেই ছবি এ বার পুনরায় মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। কিন্তু নিজের ছবির প্রদর্শনীতেই না যাওয়ার সিদ্ধান্ত আমিরের। কারণ, তিনি মানসিক ভাবে বিপর্যস্ত। বাড়ি থেকে বেরোনোর মতো অবস্থায় নেই। আমিরের কথায়, ‘‘কাশ্মীরের পহেলগাঁওয়ে যা ঘটেছে, সে সমস্ত প্রতিবেদন পড়ে মন ভারাক্রান্ত। নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করার ঘটনা আমার মনে মারাত্মক প্রভাব ফেলেছে। মন একেবারেই ভাল নেই। ছবির প্রিমিয়ারে যাওয়ার মতো মানসিক অবস্থা নেই। পরে গিয়ে দেখে নেব না হয়।”

Advertisement
আরও পড়ুন