Imran Hashmi Faced Accident

বলিউডে দুঃসময়? নোরার পাশাপাশি গুরুতর আহত ইমরান হাশমীও! অস্ত্রোপচারের পর কেমন আছেন?

বছরের শেষটা ভাল যাচ্ছে না বলিউডের। ধর্মেন্দ্র-সহ প্রবীণ তারকা অভিনেতাদের প্রয়াণ। পাশাপাশি, দুর্ঘটনায় আহত একাধিক খ্যাতনামী।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৫ ১৬:২৩
কেমন আছেন ইমরান হাশমী?

কেমন আছেন ইমরান হাশমী? ছবি: ইনস্টাগ্রাম।

২০২৫ যেমন ‘ধুরন্ধর’-এর মতো সফল ছবি উপহার দিয়েছে, বছর জুড়ে তেমনই নক্ষত্রপতন। ধর্মেন্দ্র, আসরানী-সহ বর্ষীয়ান তারকা অভিনেতাদের মায়ানগরী হারিয়েছে এ বছরেই। তেমনই পরপর দুর্ঘটনায় পড়েছেন নোরা ফতেহি, ইমরান হাশমী।

Advertisement

রবিবার, পথদুর্ঘটনায় মাথায় চোট পেয়েছেন নোরা। খবর, সম্ভবত তার আগে শুটিং করতে গিয়ে ভালমতো চোট পেয়েছেন হাশমীও। ‘আওয়ারাপন ২’-এর শুটিং চলছে রাজস্থানে। সেখানেই উঁচু জায়গায় অ্যাকশন দৃশ্য করতে গিয়ে পেটের পেশি ছিঁড়েছে তাঁর। যার ফলে শরীরের ভিতরে রক্তপাত শুরু হয়। বিষয়টি বুঝতে পেরেই তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচার করা হয়। জানা গিয়েছে, অস্ত্রোপচারের পরেই তিনি যোগ দিয়েছেন শুটে।

রবিবার অভিনেতার একটি ছবি প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, পেটে ব্যান্ডেজ নিয়েই গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করছেন হাশমী।

খবর, নোরার মতোই হাশমীর চিকিৎসকেরাও তাঁকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। এতে দ্রুত সুস্থ হবেন তিনি। কিন্তু তাতে প্রযোজকের লোকসান। ছবির কাজ পিছিয়ে যাবে। তাই সেটে ফিরে এসেছেন তিনি। তবে অভিনেতা কাজের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে নিজের যত্ন নিচ্ছেন বলেও জানিয়েছেন। হাশমীর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন