Updates Of Nora Fatehi

পথদুর্ঘটনায় আহত নোরা ফতেহি, মাথায় চোট! চিকিৎসকদের কথা অমান্য করে তবু কোথায় ছুটলেন?

যত কাণ্ড কি নোরার সঙ্গেই ঘটে? একটি অনুষ্ঠানমঞ্চে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। পথে ঘটল দুর্ঘটনা!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ২১:৩২
কী ঘটল নোরা ফতেহির সঙ্গে?

কী ঘটল নোরা ফতেহির সঙ্গে? ছবি: ফেসবুক।

আচমকা পথদুর্ঘটনায় আহত নোরা ফতেহি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মুম্বইয়ের একটি জনবহুল রাস্তায় ঘটেছে এই দুর্ঘটনা। মাথায় চোট পেয়েছেন তিনি। এখন কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

জানা গিয়েছে, দুর্ঘটনার পরেই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মাথায় বড় ধরনের চোট পেয়েছেন কি না, কিংবা চোট থেকে রক্তক্ষরণ হচ্ছে কি না— জানতে সঙ্গে সঙ্গে সিটি স্ক্যান করানো হয় তাঁর। সেই স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, গুরুতর চোট পাননি নোরা। মস্তিষ্কে রক্তক্ষরণের মতোও কোনও ঘটনা ঘটেনি। চিকিৎসকেরা তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।

যদিও নোরা সেই পরামর্শ কানে তোলেননি। হাসপাতাল থেকে বেরিয়েই রওনা দেন তাঁর গন্তব্যে। খবর, তাঁর গাড়িতে আমেরিকার শিল্পী ডেভিড গুয়েটার ছিলেন। তাঁরা একসঙ্গে সানবার্ন ফেস্টিভ্যালে যাচ্ছিলেন। এক মত্ত চালক বেসামাল অবস্থায় গাড়ি চালিয়ে ধাক্কা দেন তাঁদের গাড়িতে। পরিস্থিতি সামলে উঠেই নোরা মার্কিন শিল্পীকে নিয়ে ফের গাড়িতে ওঠেন। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে যোগ দেন অনুষ্ঠানে।

Advertisement
আরও পড়ুন